দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসরায়েল আমার দ্বিতীয় ঘর ছিল, এখন হয়তো প্রথম। এমনটিই বলছিলেন ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ইসরায়েলে আশ্রয় গ্রহণ করা অ্যানা।
অ্যানার মতো এরকম কয়েকশো ইহুদী রুশ আগ্রাসন থেকে নিজেদের রক্ষায় ইসরায়েলে আশ্রয় গ্রহণ করেছে। এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে বিবিসি।
ওই প্রতিবেদনে বলা হয়, অন্তত ৩০০ জন ইহুদী ইউক্রেন হতে ইসরায়েলে আশ্রয় গ্রহণ করেছে। ধারণা করা হচ্ছে ইউক্রেনে অবস্থানরত ২ লাখ ইহুদীরই একই পরিণতি হতে পারে। রাশিয়ায় রয়েছে অন্তত ৬ লাখ ইহুদী। তাদেরও নিজ দেশ ছেড়ে ইসরায়েল চলে যেতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কিয়েভ থেকে ইসরায়েলে আশ্রয় গ্রহণ করা অ্যানা বলেন, আমি খুবই আবেগপ্রবণ হয়ে রয়েছি। আমি শুধু নিরাপদ অনুভব এবং একটু ঘুমোতে চাই। আমি জানি এখানে পুরোপুরি নিরাপদ অনুভব করবো।
ইসরায়েলি প্রধানমন্ত্রীকে নাফতালি বেনেতকে বিমানে থাকা একটি শিশুকে কোলে তুলে নিয়ে বিমান থেকে নামার সময় চুমু দিতেও দেখা যায়। জানা গেছে, ওই বিমানে করে ইউক্রেনের একটি ইহুদী অনাথ আশ্রম হতে ৯০ শিশুকে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।