দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কণ্ঠশিল্পী আসিফ আকবরের বায়োগ্রাফি বই ‘আকবর ফিফটি নট আউট’-এর চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
লেখক সোহেল অটল, কণ্ঠশিল্পী আসিফ আকবর ও প্রকাশনা সংস্হা সাহস পাবলিকেশন্সের মধ্যে সম্প্রতি এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। লেখক ও শিল্পীর সঙ্গে বইটি প্রকাশনা সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেছেন সাহস পাবলিকেশন্সের কর্ণধার নাজমুল হুদা রতন।
এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি কণ্ঠশিল্পী আসিফ আকবরের ভেরিফায়েড ফেসবুক পেজ হতে লাইভ করা হয়। সেখানে আসিফ আকবর বলেছেন, ‘আমার জীবনের প্রকাশিত-অপ্রকাশিত সকল বিষয় নিয়েই এই বায়োগ্রাফি বুক ‘আকবর ফিফটি নট আউট’। নানা বিতর্কিত বিষয়ও এই বইতে সংযুক্ত থাকছে। লেখক সোহেল অটল গত প্রায় ৯ মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে প্রায় ২শ’ মানুষের ইন্টারভিউ করেছেন। নানা জায়গাতে গিয়েছেন। আশা করছি এই বইয়ের মাধ্যমে তিনি আমার পঞ্চাশ বছর জীবনের পরিপূর্ণ চিত্র তুলে ধরতে সমর্থ হবেন।
জানা গেছে, আগামী ৩১ মার্চ বর্ণাঢ্য প্রকাশনা উত্সবের মধ্যদিয়ে বইটির প্রকাশনের পরিকল্পনা করছে সাহস পাবলিকেশন্স। বইটি বাংলাদেশের সঙ্গে কোলকাতা থেকেও প্রকাশের পরিকল্পনা রয়েছে তাদের। পরবর্তীতে বইটির ইংরেজি সংস্করণও প্রকাশিত হবে। সেইসঙ্গে বইটির অডিও সংস্করণও শীঘ্রই মুক্তি দেওয়া হবে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।