দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জাপানের নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ হিসেবে দেশটির সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করা নিয়ে দ্বিপাক্ষিক শান্তি চুক্তি আলোচনা থেকে সরে দাঁড়ালো রাশিয়া।
মালিকানা নিয়ে বিরোধপূর্ণ দ্বীপগুলোর সঙ্গে সম্পর্কিত দুই দেশের যৌথ অর্থনৈতিক প্রকল্পও স্থগিত করলো মস্কো। ইউক্রেনের যুদ্ধ নিয়ে তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে টোকিও ‘প্রকাশ্যে অবন্ধুসুলভ’ আচরণ করায় এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছে মস্কো। এই খবর প্রকাশ করেছে বিবিসি।
রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে যে, কুরিল দ্বীপপুঞ্জে জাপানের নাগরিকদের বিনা ভিসায় ভ্রমণের সম্মতি দিয়ে করা ১৯৯১ সালের একটি চুক্তি বাতিল করেছে রাশিয়া। ২১ মার্চ রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘ইউক্রেনের পরিস্থিতি নিয়ে রাশিয়ার বিরুদ্ধে জাপানের একতরফা নিষেধাজ্ঞার সুস্পষ্ট অবন্ধুসুলভ ধরনের কারণে ভিসামুক্ত ব্যবস্থা বাতিল করা হলো। সেই সঙ্গে জাপানের সঙ্গে শান্তি চুক্তির আলোচনাও চালিয়ে যাওয়ার ইচ্ছা নেই।’
গতকাল (মঙ্গলবার) জাপান রাশিয়ার এই সিদ্ধান্তের নিন্দা করেছে। মস্কোর সমালোচনা করে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন যে, ‘এই পুরো পরিস্থিতি তৈরি হয়েছে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে। এটি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কের ওপর চাপ সৃষ্টি করার রাশিয়ার পদক্ষেপ অত্যন্ত অন্যায় এবং পুরোপুরি অগ্রহণযোগ্য।’
জাপানের সর্বউত্তরের দ্বীপ হোক্কাইডোর উত্তরে ৪টি দ্বীপ নিয়ে বিরোধ থাকায় জাপান এবং রাশিয়ার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে এখনও শেষ হয়নি। কুরিল দ্বীপপুঞ্জ নামে পরিচিত ওই দ্বীপ ৪টি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। জাপানে এগুলো ‘উত্তর অঞ্চল’ হিসেবে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ প্রান্তে সোভিয়েত ইউনিয়ন এই দ্বীপগুলো দখল করে নিয়েছিল। বিশ্বযুদ্ধে আন্তর্জাতিক সীমানা পরিবর্তিত হওয়ায় এই অধিগ্রহণকে বৈধ বলেই দাবি করে আসছে রাশিয়া। তবে জাপান এর সঙ্গে দ্বিমত পোষণ করে আসছে বরাবরই।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।