দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি একজন শিল্পীর মনে রঙ ছড়িয়ে দেয় পাখি। অন্যান্য সব দৃশ্যের মতো পাখি আঁকতে পছন্দ করেন চিত্রশিল্পীরা। শিল্পীর মনে রঙ লাগানো সেই পাখি কথা বলতে পারে এমনও আমরা জানি। তবে পাখি যে আঁকতে পারে সেটি আমরা চিন্তাও করতে পারি না!
তবে এমন একটি ঘটনা ঘটেছে মেরিল্যান্ড চিড়িয়াখানায়। ওই চিড়িয়াখানার ইকো নামে আফ্রিকান ধূসর এক তোতা পাখি চিত্রকর্ম শিখছে। চিত্রকর্মের জন্য ট্রিটও পায় এই স্ত্রী তোতা পাখিটি!
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইউপিআই-এর এক প্রতিবেদনে জানা যায়, ঠোঁট দিয়ে একটি স্পঞ্জ ধরে রঙে ডুবিয়ে পেইন্ট করছে ইকো। স্পঞ্জটিকে কাগজের একটি শীটে নিয়ে নিজের মতো করে ছবি আঁকে সে।
মেরিল্যান্ডের বাল্টিমোরের এই চিড়িয়াখানাটিকে সাধারণত তৃতীয় প্রাচীনতম প্রাণিবিজ্ঞান উদ্যান হিসাবে বিবেচনা করা হয়ে থাকে।
চিড়িয়াখানায় দূতাবাসের পরিচর্যা দল ইকোকে এই প্রশিক্ষণ দিচ্ছে। তারা টুইটারে তোতাপাখির বিমূর্ত শিল্প তৈরির একটি ভিডিও পোস্ট করেছেন।
মেরিল্যান্ড চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, চিত্রকর্ম হলো একটি দুর্দান্ত সমৃদ্ধিমূলক কার্যকলাপ যা ইকোকে মানসিকভাবে উদ্দীপিত রাখে ও তাকে তার প্রাকৃতিক অভিযোজন ব্যবহার করার অনুমতিও দেয়। পাখিটি নিশ্চিতভাবেই একটি মাস্টারপিস তৈরি করছে তাতে সন্দেহ নেই।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।