দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ২৫ মার্চ ২০২২ খৃস্টাব্দ, ১১ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ, ২১ শাবান ১৪৪৩ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
ধর্মপুর মসজিদটি চিকন ইটে নির্মিত দেওয়ালে নকশা করা মসজিদটি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের ধর্মপুর গ্রামে অবস্থিত ইতিহাসখ্যাত একটি মসজিদ।
ওই এলাকার প্রবীণ ব্যক্তিরা ধারণা করেন যে, এক সময় মসজিদটির আশপাশে মুসলিম জনবসতিপূর্ণ ছিল। যে কারণে এখানে ঐতিহাসিক এই মসজিদটি নির্মাণ করা হয় এবং ব্রিটিশ সরকারের আমলে বা অন্য কোন কারণে তারা মসজিটির আশপাশ এলাকার ছেড়ে অন্যত্র চলে যান।
যে কারণে এটি অযত্ন-অবহেলায় পরিত্যক্ত অবস্থায় দীর্ঘকাল পড়ে থাকে। পরবর্তীতে সংস্কারের অভাবে ধীরে ধীরে ধ্বংস হতে থাকে এই মসজিদটি। পরবর্তীতে একই স্থানে এলাকাবাসীর উদ্যোগে আরও একটি মসজিদ স্থাপন করা হয়।
জনস্রুতি রয়েছে যে, এই এলাকার মসজিদটি বাদশাহ আকবরের যুগের এখানে শুধু মসজিদ নয়, মসজিদের সঙ্গে আরও ৩টি ঘর রয়েছে যা মসজিদের বাইরে সরাইখানা হিসেবেও পরিচিত।
মসজিদ টি যখন ভালো ছিল নয় গম্বুজ নামে প্রসিদ্ধ ছিল। মসজিদ টির গম্বুজ ভেঙ্গে যাওয়ার পর ভাঙ্গা মসজিদ নামে এলাকার লোক জনের কাছে পরিচিত। এলাকার বয়োজ্যেষ্ঠরা জানিয়েছেন, ১৯২০ সালে মহা ভুমিকম্পে মসজিদটির ৯টি গম্বুজ সহ কিছু অংশ ভেঙ্গে যায়। তারপর থেকেই এটি ভাঙা মসজিদ নামে পরিচিতি লাভ করে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।