দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেক প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ২৫ মার্চ মুক্তি পেয়েছে এস এস রাজামৌলি পরিচালিত দর্শক কাঙ্খিত ছবি ‘আরআরআর’। এর টিকেট বিক্রি হচ্ছে ২১০০ টাকায়!
ছবিটি মুক্তির ঘোষণার শুরু থেকেই দর্শক-সমালোচকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। বাড়তি আগ্রহের কারণেই ভারতের দিল্লির বেশ কিছু স্থানে এই ছবির টিকেট বিক্রি হচ্ছে চড়া মূল্যে! ভারতীয় বেশকিছু সংবাদ সংস্থা বলেছে, কোথাও কোথাও ‘আরআরআর’ এর টিকেট ২১০০ টাকাতে বিক্রি হচ্ছে!
টিকেটের এমন অস্বাভাবিক মূল্যের জন্য এই ছবির বিশাল বাজেটকে অনায়াসেই দায়ী করা যায় বলে মনে করছেন অনেকেই!
ইতিমধ্যেই সিনেমা বিশ্লেষক তরণ আদর্শ এক কথায় এই সিনেমাটিকে ‘অসাধারণ’ বলে নিজের মাইক্রোব্লগিং সাইট টুইটারে মন্তব্যও করেছেন। শুধু তাই নয়, ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বকালের সেরা সিনেমা হিসেবে দাবি করেছেন ‘ট্রিপল আর’ চলচ্চিত্রকে। যা কিনা ব্লকবাস্টার হিট ‘বাহুবলী’র জনপ্রিয়তাকেও বক্স অফিস আয়কে ছাড়িয়ে যেতে পারে।
২০২০ সালের জুলাইয়ে ‘ট্রিপল আর’ সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারণ করে দেয় প্রযোজক-নির্মাতা। তারপর তা পিছিয়ে গত বছর জানুয়ারি করা হয়। তবে করোনা ভাইরাসের কারণে শুটিং বন্ধ থাকায় আবারও তারিখ পরিবর্তন করতে হয়েছে নির্মাতাদের। পরবর্তী সময় ১৩ অক্টোবর মুক্তির তারিখ নির্ধারণ করেছিলেন তারা। তবে সেটিও পরিবর্তন করে চলতি বছরের ৭ জানুয়ারি করা হয়। সেটিও স্থগিত হয়ে অবশেষে ২৫ মার্চ তেলেগু এবং তামিলের পাশাপাশি মালায়ালাম, হিন্দি, কন্নড়সহ বেশ কয়েকটি ভাষায় সিনেমাটি মুক্তি পায়।
‘আরআরআর’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণ এবং জুনিয়র এনটিআর। তাদের সঙ্গে রয়েছেন অজয় দেবগন, আলিয়া ভাটসহ আরও অনেক নামী দামি তারকা।
দুই তেলেগু মু্ক্তিযোদ্ধা কমারাস ভীম এবং আলুরি সীতারামের জীবনকাহিনী তুলে ধরা হয়েছে এই ‘আরআরআর’ সিনেমাটিতে। এখন দেখার বিষয় হলো বক্স অফিসে দাপট দেখাতে কতোটা সক্ষম হয় আলোচিত এই ছবি!
এদিকে মুক্তির পূর্বেই নাকি ‘আরআরআর’ ৮০০ কোটি রুপি আয় করতে সমর্থ হয়েছে। যারমধ্যে সিনেমার স্বত্ব বিক্রিসহ ছবিটির গানের আয়ও রয়েছে।
উল্লেখ্য, সিনেমাটির মোট বাজেট ৪০০ কোটি রুপি বলে শোনা গেছে। উত্তর ভারতীয় স্বত্ব থেকে এই ছবিটি পেয়েছে ১৩৫ কোটি রুপি!
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।