আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ চিহ্নিত করতে কর্মশালার আয়োজন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ চিহ্নিত করতে সম্প্রতি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) উচ্চ পর্যায়ের এক কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), অর্থ মন্ত্রণালয় এবং ফেডারেল গভর্নমেন্ট অব জার্মানির পক্ষ থেকে জিআইজেড কর্তৃক বাস্তবায়িত প্রকল্প ইম্প্রুভড কোঅর্ডিনেশন অব ইন্টারন্যাশনাল ক্লাইমেট ফাইন্যান্স (আইসিআইসিএফ) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

এই কর্মশালার লক্ষ্য ছিলো সেক্টরাল মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের প্রাসঙ্গিক অংশীজনদের সম্পৃক্ত করার মাধ্যমে দেশের জন্য জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো সম্মিলিতভাবে চিহ্নিত করা। আন্তর্জাতিক জলবায়ু তহবিল উৎসের সাথে জলবায়ু পরিবর্তন প্রকল্পসমূহের প্রস্তাবনার মাঝে সাদৃশ্য স্থাপনের প্রক্রিয়াতে ইআরডি’র ভূমিকা সম্পর্কে অংশীজনদের আরও ভালোভাবে জানানোও কর্মশালা আয়োজনের উদ্দেশ্য ছিলো।

Related Post

ইআরডি’র যুগ্মসচিব অমল কৃষ্ণ মন্ডল তার স্বাগত বক্তব্যে বলেন, “জলবায়ু অর্থায়ন বৃদ্ধির ক্ষেত্রে আমরা দক্ষতার পরিচয় দিতে পারছি না, কারণ এর পদ্ধতি বেশ কঠিন ও সময়সাপেক্ষ। বিভিন্ন ফান্ড থেকে আমরা যাতে অধিক অর্থায়ন লাভ করতে পারি সেই উদ্দেশ্যে এই প্রকল্প। এর তিনটি ভাগ রয়েছে, যার একটি আমরা করবো, একটি প্রধানমন্ত্রীর কার্যালয় এর জিআইইউ’র মাধ্যমে এবং আরেকটি করবে বাংলাদেশ ব্যাংক। প্রকল্পের আওতায় ইআরডি তে একটি ক্লাইমেট ফাইন্যান্স সেল গঠন করা হবে।”

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার তার বক্তব্যে বলেন, “আমাদের কৃষিখাত জলবায়ু পরিবর্তনের কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ ঝুঁকি নিরসনে বাংলাদেশকে জলবায়ু তহবিল থেকে পর্যাপ্ত সহায়তা প্রদান করতে হবে। আমরা ইতোমধ্যে এ বিষয়ে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সাথে যোগাযোগ করেছি। বিভিন্ন অংশীজনদের সম্মিলিত প্রয়াসে আমরা জলবায়ু তহবিল থেকে প্রয়োজনীয় অর্থ পাবো বলে প্রত্যাশা করছি। এ রকম সময়োপযোগী একটি কর্মশালা আয়োজনের জন্য আমি ইআরডি ও জিআইজেডকে ধন্যবাদ জানাই।”

জিআইজেড এর প্রিন্সিপাল অ্যাডভাইজার ড. ফিরদৌস আরা হোসেন আইসিআইসিএফ প্রকল্পের কর্মপরিধি অংশগ্রহণকারীদের জন্যে সংক্ষেপে ব্যাখ্যা করেন। তিনি বলেন, “ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের কষ্টার্জিত অর্থনৈতিক উন্নয়ন ঝুঁকির মধ্যে পড়বে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিদ্যমান তহবিলের উৎস এবং পরিমাণ যথেষ্ট হবে না। ইআরডি সক্রিয়ভাবে অর্থের সংস্থান করতে চাচ্ছে এবং নতুন উত্স অনুসন্ধান করছে৷ আইসিআইসিএফ প্রকল্পের লক্ষ্য হল জলবায়ু অর্থায়নের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো, প্রক্রিয়া এবং সক্ষমতা বিকাশে ইআরডি কে সহায়তা করা।”

পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষে ড. এস. এম. মুনজুরুল হান্নান খান এই কর্মশালায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান হতে সংগ্রহীত সম্ভাব্য জলবায়ু পরিবর্তন প্রকল্পের আইডিয়াগুলো উপস্থাপন করেন। এরপর অংশগ্রহণকারীরা বিভিন্ন আন্তর্জাতিক জলবায়ু তহবিলের মানদণ্ডের ভিত্তিতে নিজ নিজ খাতের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো চিহ্নিত করেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on মার্চ ২৭, ২০২২ 4:40 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

নদীমাতৃক বাংলাদেশের এক চিরাচরিত দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১ মে ২০২৪ খৃস্টাব্দ, ১৮ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

অফিসে এসি না থাকলে গরমে সারাদিন পরিশ্রম করে সুস্থ থাকবেন কীভাবে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেক অফিসেই এসির ব্যবস্থা থাকে না। এসি না থাকলেও কাজ…

% দিন আগে

জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা: এক মহা দুর্যোগের শিকার এশিয়া

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুরো বিশ্বের জলবায়ুর সঙ্গে তুলনা করলে প্রথমেই উঠে আসে এশিয়ার…

% দিন আগে

এনার্জিপ্যাকের সঙ্গে চীনের আনহুই প্রাদেশিক গণ-কংগ্রেসের প্রতিনিধিদলের সাক্ষাৎ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনের আনহুই প্রাদেশিক গণ-কংগ্রেসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সম্প্রতি রাজধানীর তেজগাঁও…

% দিন আগে

জয়া এবার মা হচ্ছেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয়তার শিখরে আছেন অভিনেত্রী জয়া। দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী…

% দিন আগে

মার্কিন পতাকা নামিয়ে ফিলিস্তিনি পতাকা উড়লো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবরুদ্ধ গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান ক্যাম্পাস বিক্ষোভের…

% দিন আগে