দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে চীনের বৃহত্তম বাণিজ্যিক শহর সাংহাইয়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনা মহামারির দুই বছরের মধ্যে এই প্রথমবার এই শহরটিতে লকাডাউন জারি করা হলো।
প্রায় ২ কোটি ৫০ লাখ মানুষের এই শহর ইতিপূর্বে লকডাউনের আওতার বাইরে ছিল। সাংহাইয়ের পরিস্থিতি এখন একেবারেই ভিন্ন। প্রতিদিনই রেকর্ডসংখ্যক করোনা রোগী শনাক্ত হচ্ছে। এই অবস্থায় দুই ধাপে লকডাউন ঘোষণা করে কর্তৃপক্ষ। প্রথম ধাপে সাংহাইয়ের পূর্বাঞ্চলে সোমবার হতে আগামী ১ এপ্রিল পর্যন্ত। দ্বিতীয় ধাপে পশ্চিমাঞ্চলে ১ হতে আগামী ৫ এপ্রিল পর্যন্ত লাকডাউন ঘোষণা করা হয়েছে। গণপরিবহন, কারখানা, অফিস বন্ধ রাখা বাধ্যতামূলক করা হয়েছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী জানা যায়, রবিবার দেশ জুড়ে সাড়ে ৪ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়।
স্থানীয় প্রশাসন নির্দেশনাবলি প্রকাশ করে জানিয়েছে যে, জনসাধারণকে শহরের মহামারি প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে সমর্থন করতে হবে। সেই অনুযায়ী কাজও করতে হবে। বাসিন্দাদের বাড়িতে থাকতে হবে ও বহির্বিশ্বের সঙ্গে কোনো যোগাযোগ নেই তা নিশ্চিত করার জন্য কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
এতো দিন ধরে চীনা কর্তৃপক্ষ জানিয়ে আসছিলো, অর্থনীতির স্বার্থেই এই শহর চালু রাখাটা জরুরি। এখন দুই পর্বে লকডাউন ঘোষণা করা হয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।