দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আদর-পূজার নতুন চলচ্চিত্র ‘নাকফুল’র শুটিং শুরু হচ্ছে ৫ এপ্রিল থেকে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকাতে শুরু হবে এই ছবির শুটিং।
আলোক হাসানের পরিচালনায় এই ছবির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করতে চলেছেন আদর আজাদ ও পূজা চেরী।
নির্মাতা আলোক হাসানের প্রথম চলচ্চিত্র ‘নাকফুল’। বেঙ্গল মাল্টিমিডিয়া এটি প্রযোজনা করছে। নির্মাতা আলোক হাসান ইতিপূর্বে সুপারস্টার শাকিব খানের মেন্টাল, বসগিরি, নোলক ও যৌথ প্রযোজনার ব্লকবাস্টার হিট ‘শিকারী’ ছবির সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
সিনেমায় সহকারী পরিচালনাসহ নির্মাণে ৬ বছর ধরে কাজ করে ৪০টির মতো নাটকও বানিয়েছেন এই নির্মাতা। তাই প্রথমবার চলচ্চিত্র বানাতে গিয়ে তরুণ নির্মাতা আলোক যত্নের কোনো কমতি রাখবেন না বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমকে।
এই বিষয়ে নির্মাতা আলোক হাসান বলেছেন, প্রি-প্রোডাকশনে যেভাবে আমার টিমকে চেয়েছি সেভাবেই প্রত্যেকে সহযোগিতা করছেন। ‘নাকফুল’ ছবিটি যে ভালো করতে পারবো ইতিমধ্যে সেই আত্মবিশ্বাসও অর্জন করতে পেরেছি।
তিনি আরও বলেন, ‘আমরা সবাই এই কাজটির জন্য উচ্ছ্বসিত। টানা ২০ দিন শ্রীমঙ্গলে নাকফুল ছবির শুটিং করা হবে। ছবির বেশিরভাগ শুটিংই একটানা শেষ করবো।’
‘নাকফুল’ এর গল্প ও চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ। আদর-পূজা ছাড়াও ‘নাকফুল’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, আলী রাজ, শিখা মৌ, এল আর খান সীমান্ত প্রমুখ। তথ্যসূত্র: চ্যানেল আই।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।