দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইউক্রেনে রুশ আগ্রাসনে এই পর্যন্ত ১৫৩ শিশুর প্রাণ গিয়েছে। আহত হয়েছে প্রায় ৩০০ অবোধ শিশু।
দেশটির আবাসিক এলাকার বিভিন্ন স্থাপনায় হামলা নিষিদ্ধ করা হলেও এসবের কোনো তোয়াক্কাই করেনি রাশিয়া। তারা এই হামলা অব্যাহত রেখেছে। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় থেকে গতকাল (শুক্রবার) এই তথ্য জানানো হয়।
রাশিয়ার সেনাদের হামলায় নিহত শিশুদের মধ্যে বেশির ভাগই ছিলো রাজধানী কিয়েভের। এক বিবৃতিতে বলা হয়, মৃত্যু হওয়ার মধ্যে কিয়েভে ৭৩ শিশু, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দোনেস্ক-এ ৩৪ ও ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভে ৪৬ শিশুর প্রাণ হারিয়েছে। হতাহতের সংখ্যা আরর বাড়তে পারে। এর কারণ চেরনেহিভ ও মারিউপোল রুশ বাহিনী অবরুদ্ধ করে রাখায় অনেক নিহতের হিসাবও নেই। রুশ হামলা অব্যাহত থাকায় ইউক্রেনে হতাহতের সংখ্যা প্রতিদিনই বেড়ে যাচ্ছে।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা (ইউনিসেফ) জানিয়েছে যে, যুদ্ধের কারণে ইউক্রেনের বহু শিশু দেশ ছেড়ে চলে গেছে। দেশটির ৪০ লাখেরও বেশি মানুষ ইউক্রেন ছাড়তে বাধ্য হন। সংঘাত না থামলে শরণার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। ইতিমধ্যে পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে বহু ইউক্রেনীয় নাগরিক। আবার অনেকেই আশ্রয় নেওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন।
গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে রুশ আগ্রাসনের পর এই পর্যন্ত ৪০ লাখ ১৯ হাজার মানুষ প্রাণ বাঁচাতে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় গ্রহণ করেছে। যার মধ্যে সবচেয়ে বেশি মানুষ গেছে পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডে। এই সংখ্যা ২৩ লাখের বেশি হবে। জাতিসংঘ শরণার্থী সংস্থার সর্বশেষ হিসাবে এই তথ্য জানানো হয়।
বিবিসি এক তথ্যে জানায়, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ভেতরে বাস্তুচ্যুত হয়েছে অন্তত ৬০ লাখের বেশি মানুষ; অর্থাৎ সামগ্রিকভাবে ইউক্রেনের জনসংখ্যার অন্তত এক-চতুর্থাংশ যুদ্ধের কারণে বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটাই সবচেয়ে বড় শরণার্থী সংকট হিসেবে দেখা হচ্ছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।