দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবি ‘পাপ পুণ্য’ উত্তর আমেরিকার ১০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বলে জানা গেছে।
জাতীয় চলচ্চিত্র দিবসের দিনে (৩ এপ্রিল) এই সুখবরটি দিয়েছে দেশীয় সিনেমার পাইওনিয়র আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো। প্রতিষ্ঠানটির মাধ্যমে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবি ‘পাপ পুণ্য’ উত্তর আমেরিকার ১০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।
এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সিনেমা একযোগে ১০০ এর বেশি আন্তর্জাতিক সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। আগামী ২০ মে (সম্ভব্য তারিখ) একযোগে উত্তর আমেরিকার ১০০টির মতো মাল্টিপ্লেক্সে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এই চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক পরিবেশক ‘স্বপ্ন স্কেয়ারক্রো’র প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব। আগের রেকর্ডটি ছিল ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমার। যেটি ১৬টি আন্তর্জাতিক থিয়েটারে একসঙ্গে মুক্তি পেয়েছিল।
অলিউল্লাহ সজীব বলেছেন, আমাদের পরিবেশনায় ১৬ নম্বর সিনেমাতে আমরা একযোগে ১০০ থিয়েটারে বাংলাদেশের সিনেমাটি মুক্তি দেওয়ার মাইলফলক স্পর্শ করতে চলেছি। শুরুতেই আমরা ঘোষণা দিয়ে রেখেছিলাম, ২০২২ এ আমাদের মুক্তি দেওয়া প্রতিটি সিনেমা ১০০ এর বেশি উত্তর আমেরিকান সিনেমা হলে একসঙ্গে মুক্তি পাবে। অবশেষে ‘পাপ পুণ্য’ মুক্তির মাধ্যমে এটি শুরু হতে যাচ্ছে।
সম্প্রতি ‘পাপ পুণ্য’ এর উত্তর আমেরিকা পরিবেশনা নিয়ে ইমপ্রেস টেলিফিল্ম এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেছেন বিক্রয় ও বিপনন বিভাগের পরিচালক ইবনে হাসান খান ও ‘স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশ’ এর প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন।
এদিকে স্বপ্ন স্কেয়ারক্রো সূত্রে জানা যায়,সবকিছু ঠিক থাকলে ২০ মে ‘পাপ পুণ্য’ কানাডার ৫টি প্রভিন্সের ৭টি শহরের সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট থিয়েটারে ও আমেরিকার ২৫টি স্টেটের ১০০টি শহরের রিগ্যাল/সিনেমার্ক/এএমসি/হারকিন্স/ শোকেস থিয়েটারসমূহে একযোগে মুক্তি পাবে। তথ্যসূ্ত্র: চ্যানেল আই।
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
This post was last modified on এপ্রিল ৪, ২০২২ 3:26 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইরানের বন্দর আব্বাসের শহিদ রাজি বন্দরে গত শনিবার (২৬ এপ্রিল)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খাঁচার ভিতরে সবুজ ঘাসের উপর পড়েছিল একটি সানগ্লাস। কোনও পর্যটকের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ১৫ বৈশাখ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেটের মেদ ঝরিয়ে ক্ষীণকটি হতে চাইছেন? তাহলে কী করবেন? সেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ উন্নয়নমূলক কর্মসূচিতে সেইফগার্ডিং কার্যক্রমের প্রতি অধিক গুরুত্ব প্রদানের লক্ষ্যে উন্নয়ন…