দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রোজা রেখেই শুটিং করলেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। পল্টনে একটি বিজ্ঞাপনের শুটিং করলেন তিনি। চিত্রনায়ক ইমনের বিপরীতে নতুন এই বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি।
রোজা রেখে শুটিং করার অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে নায়িকা তানহা বললেন, আমি চেষ্টা করি সবগুলো রোজা রাখতে। কারণ রোজা রোজার জায়গায়, আর কাজ কাজের জায়গায়।
দুটিই ঠিক রাখতে হবে। যদিও এবার রোজা রেখে শুটিং করতে অনেক কষ্টও হয়েছে। কারণ হলো বাইরে অনেক গরম ছিল। খুবই কষ্ট হয়েছে আমার। এরমধ্যে শাড়ি পরে শুটিং করতে হয়েছে। শাড়ির ওজনে আমি আরও বেশি ক্লান্ত হয়ে গেছি। তবে কষ্ট হলেও কাজটা খুবই ভালো হয়েছে। আশা করি বিজ্ঞাপনাটি খুব দ্রুতই দেখতে পাবেন। সবারই ভালো লাগবে।
গত বছর চিত্রনায়ক ইমনের সঙ্গে একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমায় অভিনয করেন তানহা তাসনিয়া। সিনেমাটির নাম ‘বিয়ে আমি করবো না’। কমেডি ঘরানার গল্পের ছবিটি নির্মাণ করছেন রকিবুল আলম রকিব। অপরদিকে, ‘তারামন’ নামে একটি সিনেমা হাতে রয়েছে এই নায়িকার। যেটি পরিচালনা করছেন আমিনুর ইসলাম লিটন। এছাড়াও সিনেমা, বিজ্ঞাপনের পাশাপাশি নাটকেও অভিনয় করেন তানহা। এই রোজার ঈদের কিছু নাটকেও অভিনয় করা হতে পারে তার। এই অভিনেত্রী বলেন, আমার কাছে আসলে মাধ্যম কোনো ব্যাপার না। সকল মাধ্যমে তো অভিনয়ের সুযোগ থাকেই। আমি মন দিয়েই অভিনয়টুকু করতে চাই।
উল্লেখ্য, ‘ভোলা তো যায় না তারে’ সিনেমায় ২০১৬ সালে নিরবের সঙ্গে বড় পর্দায় যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী তানহা তাসনিয়া।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।