দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের বিভিন্ন দেশে সম্মাননা প্রাপ্ত সিনেমা ‘রিকশা গার্ল’-এর প্রিমিয়ার হতে যাচ্ছে মার্কিন মুলুকের নিউ ইয়র্কের শহর ম্যানহাটনে। এই প্রিমিয়ার শো হবে আগামী ৫ মে।
‘বায়োস্কোপ ফিল্মস’র সৌজন্যে ৫ মে শহরটির নামকরা মুভি থিয়েটার ‘ভিলেজ ইস্ট বাই অ্যাঞ্জেলিকা’য় ইমপ্রেস টেলিফিল্ম এবং চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের নির্বাহী প্রযোজনায় নির্মিত এই সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।
ম্যানহাটনে ‘রিকশা গার্ল’-এর প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এই ছবির নির্মাতা অমিতাভ রেজা, নির্বাহী প্রযোজক আসাদুজ্জামান সকাল, সহ-প্রযোজক মেহজাবিন রেজা, কেন্দ্রীয় চরিত্রের অভিনয়শিল্পী নভেরা রহমান ও মোমেনা চৌধুরী।
সংশ্লিষ্টরা জানিয়েছেন যে, এইদিন উপস্থিত সিনেমাপ্রেমীরা ‘রিকশা গার্ল’-এর কলা-কুশলীদের সঙ্গেও পরিচিত হতে পারবেন। সেইসঙ্গে পরিচালকের সাথে একটি প্রশ্নোত্তর পর্বেও তাদের অংশ নেওয়ার সুযোগ থাকবে।
অমিতাভ রেজা এ সম্পর্কে বলেছেন, “দেশের বাইরের দর্শকদের কাছে সিনেমাটি পৌঁছে দিতে ও বাংলাদেশের সিনেমাকে বিশ্বমঞ্চে তুলে ধরার জন্য ‘রিকশা গার্ল’ নিয়ে আমরা বড় বড় সব চলচ্চিত্র উৎসব এবং শহরে হাজির হয়েছি। ম্যানহাটনের মতো বৈচিত্র্যময় শহরে এই ছবির প্রিমিয়ার করতে পেরে ভিন্ন রকম অনুভূতি হচ্ছে।”
তিনি আরও জানিয়েছেন, “যেহেতু ‘রিকশা গার্ল’ সিনেমার গল্পটি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন লেখকের কিশোরসাহিত্য থেকে নেওয়া ও বইটিও বেশ পাঠকপ্রিয়- আমার প্রত্যাশা সেখানকার বাসিন্দারা চলচ্চিত্রটি বেশ উপভোগ করবেন।”
উল্লেখ্য, ‘আয়নাবাজি’খ্যাত পরিচালক অমিতাভ রেজা’র বহু প্রতীক্ষিত ছবি ‘রিকশা গার্ল।’ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিনসের কিশোরসাহিত্য ‘রিকশা গার্ল’ অবলম্বনে নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি। ‘রিকশা গার্ল’-এর মূল চরিত্রে অভিনয় করেছেন নাইমা নামে এক কিশোরী; যে কি না ঘটনাক্রমে রিকশা চালানোকে পেশা হিসেবে গ্রহণ করেছে।
নভেরা রহমান এই সিনেমাতে নাইমা চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে আরও অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া ও অ্যালেন শুভ্র। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সিয়াম। ‘রিকশা গার্ল’র চিত্রনাট্য লিখেছেন নাসিফ ফারুক আমিন এবং শর্বরী জোহরা আহমেদ।
‘রিকশা গার্ল’ ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের ‘প্রেসকট ফিল্ম ফেস্টিভ্যাল’, জার্মানির ‘শ্লিঙ্গেল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ সহ বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে এবং সিনে সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে।
বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত ‘রিকশা গার্ল’ সিনেমার প্রযোজকরা হলেন, জিয়াউদ্দিন আদিল, ফরিদুর রেজা সাগর এবং এরিক জে অ্যাডামস। বিশ্বের বিভিন্ন দেশে প্রদর্শিত হলেও বাংলাদেশের দর্শকরা এখনও ছবিটি দেখার সুযোগ পায়নি। দেশের দর্শকরা সিনেমাটি দেখার জন্য অপেক্ষায় আছেন। তথ্যসূত্র: চ্যানেল আই।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।