দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই প্রথমবারের মতো গান নিয়ে হাজির হচ্ছেন চলতি প্রজন্মের অভিনেত্রী সেতু হায়দার। দ্বৈত এই গানে তার সঙ্গে আরও কন্ঠ দিয়েছেন প্রত্যয় খান।
ফয়সাল রাব্বিকীনের কথায় ‘কত ভালোবাসা’ শিরোনামে গানটির সুর এবং সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ।
এই গান সম্পর্কে সেতু হায়দার বলেন, অভিনয়ে খুব ভালো কিছু হলেই আগামীতে কেবল কাজ করবো। সেই প্রস্তুতিও নিচ্ছি। ভালো কাজের অপেক্ষায় রয়েছি। গান আমার ভালো লাগার জায়গা। অনেকেই আমাকে গান আগেই করার জন্য বলেছিলেন। তবে শুরুটা ভালো কাজ দিয়েই করতে চাচ্ছিলাম। সেটিই এবার হলো। গানের কথা-সুর সব মিলিয়ে প্রত্যয় এবং আমার ‘কত ভালোবাসা’ নিয়ে আমি খুব আশাবাদী।
এ প্রসঙ্গে প্রত্যয় খান বলেছেন, অন্যের সুরে খুব কমই গান গেয়েছি আমি। সেদিক থেকে এই গানটির কথা-সুর খুবই ভালো লেগেছিল। আমার সঙ্গে সেতুও অসাধারণ গেয়েছে গানটি। শ্রোতাদেরও ভালো লাগবে আশা করছি।
এই গানটি ভিডিও আকারে ঈদে প্রকাশ পেতে যাচ্ছে জি-সিরিজের ব্যানারে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।