দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গরম এলেই সেই গরম থেকে বাঁচতে হলে আধুনিক এই যুগে এসির বিকল্প নেই। কিন্তু গরমের এই সময় এসি ব্যবহার করে আপনার মাসিক খরচের বারোটা বাজছে। কীভাবে কমাবেন এসির খরচ?
গরম আসতেই প্রতিদিনই লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। যদিও দেখা যাচ্ছে কালবৈশাখী। তবে অন্য সময়গুলোতে বাড়ির বাইরে তো দাবদহ চলছেই, তীব্র গরমে বাড়ির ভিতরেও গলদঘর্ম দশা সবার। অনেকেই এই অবস্থায় বাড়িতে এসি লাগাচ্ছেন এবং ব্যবহার করছেন। তবে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র লাগানোর পর খরচ সামলাতে হিমশিম খান বেশির ভাগ মধ্যবিত্তরা। আজ এমন কিছু টোটকা রয়েছে যাতে এসির খরচ থাকবে নাগালের মধ্যে।
ঘুমনোর সময় আপনার ঘরের এসি-তে টাইমার লাগিয়ে রাখুন। রাতে এই যন্ত্রটি চালিয়ে ঘুমিয়ে পড়ার ঘণ্টা দুয়েকের মধ্যে ঘর ঠাণ্ডা হয়ে যাবে। এরপর আর প্রয়োজন হবে না। কারণ হলো গভীর ঘুমে তা নির্দিষ্ট সময় বন্ধ করা হয় না। তাই সারা রাত এসি চলতেই থাকে। সেই জন্য টাইমার দিয়ে রাখলে বিলের সাশ্রয় হবে। দু থেকে আড়াই ঘণ্টার টাইমার লাগিয়ে রাখলে নির্দিষ্ট সময়ের পর সেটি নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। বিদ্যুৎ এবং অর্থ-দুই-ই সাশ্রয় হবে।
ঘরে মোটা পর্দা লাগান
ঘরের তাপমাত্রা যতো বেশি হবে কুলার কিংবা এই ধরনের যন্ত্র ঘর ঠাণ্ডা করতে ততো বেশি সময় নেবে। সে ক্ষেত্রে বেশি সময় ধরে এসি চালানোর প্রয়োজন হয়। বিলও তখন বাড়তে থাকে চড়চড় করে। ঘরে মোটা পর্দা লাগালে বাইরের গরম হাওয়া এবং আলো কম আসবে। ফলে ঘরও তাড়াতাড়ি ঠাণ্ডা হবে।
তাপমাত্রা নিয়ন্ত্রণ করুন
শীতাতপ নিয়ন্ত্রিত এই যন্ত্রের তাপমাত্রা অবশ্যই ২৪ হতে ২৬ সেন্টিগ্রেডের মধ্যে রাখার চেষ্টা করুন। তাতে করে রাতে ঘুমনোর পূর্বে এসি স্লিপ মোডে দিয়ে রাখতে পারবেন। এতে বিদ্যুৎ কম পুড়বে।
আপনার এসিটি পাল্টে নিন
শুধু এসি বলেই নয়, যে কোনও বৈদ্যুতিক যন্ত্রপাতিই পুরনো হয়ে গেলে তার গুণমান খারাপ হয়ে যেতে থাকে। অনেক দিন ধরে একই যন্ত্র ব্যবহার করার কারণে তা ধীরে ধীরে খারাপও হতে থাকে। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। বেশি পুরনো হয়ে গেল বিদ্যুৎও তখন পোড়ে বেশি। স্বাভাবিক ভাবেই বিলও বেশি আসে। তাই বেশি পুরাতন হলে আপনার এসিটি পাল্টে নিন।
এসির ফিল্টার পরিষ্কার করুন
এসির ফিল্টার সব সময় পরিষ্কার করুন। অনেক দিন ধরে ব্যবহার করার কারণে এসির ফিল্টারে অনেক ময়লা, ঝুলও জমে থাকে। বিদ্যুৎ সাশ্রয় করতে ফিল্টার পরিষ্কার রাখাটা জরুরি।
অন্য উপায় অবলম্বন করুন
এসি ছাড়াও ঘর ঠাণ্ডা রাখার বেশ কয়েকটি উপায়ও রয়েছে। অন্দরসজ্জায় বর্তমানে অনেকেই গাছ লাগান। বেশ কিছু গাছ রয়েছে যেগুলি শুধু অন্দরসজ্জায় নয়, ঘর ঠাণ্ডা রাখতেও সহায়তা করতে পারে। যেমন অ্যালোভেরা, বস্টন ফার্ন, স্নেক প্লান্ট, উইপিং ফিগ, অ্যারিকা পাম ইত্যাদি উদ্ভিদ ছোট টবের মাধ্যমে ঘরে রাখলে ঘর ঠাণ্ডা থাকে। সেইসঙ্গে ঘরের বাতাসকেও শুদ্ধ করে এইসব গাছগুলো।
বিশেষ ধরনের ঘাস
এসি-আবিষ্কারের পূর্বে এই গরমের সময় বাঙালিরা কী করতো জানেন? জানালায় খসখস ঝোলাত। এটি প্রকৃতপক্ষে এক বিশেষ ধরনের ঘাস। মাদুর বোনার মতো বুনে পর্দার মতো করে জানালা বা বারান্দায় ঝোলানো হততো এই পর্দা। তাতে একটু পানি ঢেলে দিলেই কেল্লাফতে। বাতাস এই পর্দার ভিতর দিয়ে চলাচল করার সময় ঠাণ্ডা হয়ে যেতো। ইদানীং এই খসখস জোগাড় করা একটু হলেও শক্ত। সে ক্ষেত্রে জানালা দরজার পর্দা কিছুটা ভিজিয়েও রাখতে পারেন। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা।
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
This post was last modified on এপ্রিল ২৭, ২০২২ 2:32 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘটনাটি ভারতের। সেখানকার কুচামন পুরসভার বিরোধী নেতা অনিল সিংহ মেদতিয়া।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৪ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ ঘুমনোর সময় ত্বক ‘হিল’ হয়। তাই রাতের স্কিন কেয়ারের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল, বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাদের শীত বেশি অর্থাৎ যারা শীতে একটুতেই কাতর হয়ে পড়েন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাহরুখ খান এবং গৌরী খানের ৩৩ বছরের দাম্পত্য জীবনে ধর্ম…