দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রতিবারের মতো এবারও টিভি চ্যানেল এনটিভি সাত দিনব্যাপী ঈদের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজিত এই অনুষ্ঠানে ঈদের ২য় দিন যা থাকছে।
ঈদুল ফিতরের ২য় দিন
০৮:০০ বিশেষ সেলিব্রেটি শো: তারকা জুটি। প্রযোজনা: মোহাম্মদ নূরুজ্জামান। উপস্থাপনা: ফারজানা বীথি। অংশগ্রহণে: সিয়াম আহমেদ ও পূজা চেরী।
০৮:৩০ নৃত্যানুষ্ঠান: ভালোবাসি তোমায়। প্রযোজনা: জাহাঙ্গীর চৌধুরী। অংশগ্রহণে: সিনথিয়া, অমিত চৌধুরী, লাবন্য, আবু নাঈম, মারিয়া, শাওন শান, নিসা, রনবীর।
০৯:০০ একক নাটক: নয়নতারা। রচনা: ইসরাত আহমেদ। পরিচালনা: সকাল আহমেদ। অভিনয়ে: মোশাররফ করিম, শবনম ফারিয়া, শহীদুল আলম সাচ্চু, শিল্পী সরকার অপু, আমান, মুনতাহা প্রমূখ।
১০:০৫ বাংলা ছায়াছবি: শিকারী। পরিচালনা: ইস্পাহানী আরিফ জাহান। অভিনয়ে: শাকিব খান, পূর্ণিমা, রুবেল, ডিপজল, শিবা শানু প্রমূখ।
০২:২৫ বাংলা ছায়াছবি: বাদশা। পরিচালনা: বাবা যাদব ও আব্দুল আজিজ। অভিনয়ে: জিৎ, নুসরাত ফারিয়া, ফেরদৌস, রজতাভ দত্ত প্রমূখ।
০৬:১০ নৃত্যানুষ্ঠান: চৈতালী হাওয়া। প্রযোজনা: হাসান ইউসুফ খান। অংশগ্রহণে: প্রীতম, ইচ্ছা, স্মিতা দে, উপমা রুহী, নিপুন, আবুল হাসান তপন, ঈশা, জুয়েল সরকার, শোভিকা হেনা হোসেন, জসিম প্রমূখ।
০৬:৪৫ ধারাবাহিক: হোয়াট ইজ লাভ। পর্ব ০২। রচনা: গোলাম রাব্বানী।
পরিচালনা: তুহিন হোসেন। অভিনয়ে: মোশাররফ করিম, সালাউদ্দীন লাভলু, সারিকা সাবা, মাইমুনা মম, রোবেনা রেজা জুঁই, আহসান হাবিব নাসিম, শহীদুল্লাহ সবু প্রমূখ।
০৭:৫৫ একক নাটক: রুনু ভাই ২। রচনা: শিহাব শাহীন ও মেজবাহ উদ্দীন সুমন। পরিচালনা: শিহাব শাহীন। অভিনয়ে: জিয়াউল ফারুক অপূর্ব, সাবিলা নূর প্রমূখ।
০৯:০০ বাংলায় ডাবিংকৃত ড্রামা সিরিজ: কুরুলুস উসমান গাজী।
০৯:৩০ একক নাটক: বিভোর। রচনা ও পরিচালনা: শিহাব শাহীন। অভিনয়ে: আফরান নিশো, সাবিলা নূর প্রমূখ।
১১:০৫ একক নাটক: অ্যালগরিদম। রচনা ও পরিচালনা: ফরহাদ আহমেদ। অভিনয়ে: তাহসান খান, অর্চিতা স্পর্শিয়া প্রমূখ।
১২:০০ কিংবদন্তীর গান: সুবল দাস। প্রযোজনা: কাজী মোহাম্মদ মোস্তফা। উপস্থাপনা: তাসনুভা মোহনা। শিল্পী: আতিক ও হৈমন্তী রক্ষিত।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।