দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং মোবাইল বাংলাদেশ তাদের রোমাঞ্চকর ‘দুবাইক’ অফারটি ১৫ মে, ২০২২ পর্যন্ত বাড়িয়েছে।
যেখানে বিজয়ীরা পাবেন ৫ দিন/৪ রাতের দুবাই ট্রিপ, একটি নতুন সুজুকি জিক্সার এসএফ মোটরবাইক, ১০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট। স্যামসাং ব্র্যান্ডের যে কোন স্মার্টফোনে কিনলেই অফারটি জেতার সুযোগ থাকবে।
এর আগে, দেশের রক আইকন ‘বেজবাবা’ সুমন গত ২২ এপ্রিল রাজধানীর বসুন্ধরা সিটিতে এবং ২৩ এপ্রিল যমুনা ফিউচার পার্কে বিজয়ীদের সাথে সাক্ষাৎ করেন এবং শুভেচ্ছা জানান। এছাড়াও নেমেসিস ব্যান্ডের রকস্টার জোহাদ রেজা চৌধুরী ২৫ এপ্রিল, ২০২২ তারিখে চট্টগ্রামের সানমার ওশান সিটিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
আকর্ষণীয় অফারটি ছাড়াও, স্যামসাং গ্রাহকদের ২৪ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা দিচ্ছে। এ প্রসঙ্গে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মোঃ মূয়ীদুর রহমান বলেন, ক্রেতাদের স্বার্থ ও সুবিধার কথা বিবেচনায় রেখে স্যামসাং সবসময়ই অনন্য উদ্যোগ নিয়ে আসছে। মার্কেটে ব্যাপক সাড়া পাওয়ায় আমরা ক্রেতাদের জন্য অফারটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি ক্রেতারা নতুন অফারটি আরও বেশি উপভোগ করবে এবং আকর্ষণীয় পুরস্কারগুলো লুফে নিবে। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।