দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার ছেলের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন ভারতের এক দম্পতি। এক বছরের মধ্যে নাতি-নাতনির জন্ম দিতে না পারলে সাড়ে ৬ লাখ মার্কিন ডলার বা ৫ কোটি ভারতীয় টাকা ক্ষতিপূরণ চেয়েছেন ওই দম্পতি!
টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়, সঞ্জীব ও সাধনা প্রসাদ জানিয়েছেন যে, পাইলট ছেলেকে বড় করতে ও পড়াশোনা করাতে নিজেদের জমানো অর্থ খরচ করে প্রায় নিঃস্ব হয়ে গেছেন তারা। ছেলের জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানে অনেক টাকা খরচও হয়েছে। এখন তারা তার প্রতিদান চান।
গত সপ্তাহে হরিদ্বারের এক আদালতে দায়ের করা আবেদনে তারা জানিয়েছেন যে, ‘‘আমার ছেলে গত ৬ বছর ধরে বিবাহিত হলেও এখনও সন্তান গ্রহণের পরিকল্পনা করছেন না। আমাদের যদি অন্তত একটা নাতি কিংবা নাতনি থাকতো, তাহলে আমাদের যন্ত্রণা অনেকটা লাঘব হতো।’’
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে যে, ক্ষতিপূরণ হিসাবে তারা ৫ কোটি ভারতীয় টাকা দাবি করেছেন! যার মধ্যে রয়েছে ৫ তারকা হোটেলে বিয়ের অনুষ্ঠান আয়োজন, ৬০ লাখ টাকা দামের গাড়ি উপহার ও বিদেশে মধুচন্দ্রিমার খরচ রয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে ছেলেকে পাইলট হিসাবে প্রশিক্ষণ দেওয়ার খরচ হিসাবে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে ৫০ লাখ টাকা। তার ছেলে দেশে ফেরত এসে আর কোনো চাকরিতে যোগ দেননি।
আদালতে দায়ের করা পিটিশনে তারা আরও বলেছেন, ‘‘আমাদের বাড়ি নির্মাণ করার জন্য ঋণ নিতে হয়েছে। এখন আমরা অর্থনৈতিক দুরাবস্থার মধ্য দিয়ে চলেছি। আমাদের একা থাকতে হয় দেখে আমরা মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েছি৷’’
উল্লেখ্য, ভারতে একান্নবর্তী পরিবারে কয়েক প্রজন্মের সদস্যদের একসঙ্গে বাস করার ঐতিহ্য বিদ্যমান। তবে সে পরিস্থিতি দিন দিন বদলে যাচ্ছে। তরুণ প্রজন্মের অনেকেই পরিবার থেকে পৃথকভাবে বাস করার বিকল্প বেছে নিচ্ছেন। সন্তান জন্ম দেওয়ার চেয়ে ক্যারিয়ারের দিকেই বেশি ঝুঁকছেন ভারতের তরুণরা।
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
This post was last modified on মে ১৯, ২০২২ 4:32 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…