বোর্ডের সমালোচনায় তামিম, অসন্তুষ্ট অধিনায়ক মুশফিকও

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক॥ গতকাল রূপসী বাংলা হোটেলে অনুষ্ঠিত হওয়া বিপিএল এবং প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলোয়াড়দের দল বদলের নতুন পদ্ধতিতে অসন্তুষ্টি প্রকাশ করেছেন জাতীয় দলের অধিনায়ক মুশফিক। অন্যদিকে ক্রিকেটারদের স্বার্থরক্ষা করতে না পারায় বোর্ডের বিরুদ্ধে একেবারে ক্ষোভে ফেটে পড়েছেন জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল।


বোর্ডের উপর ক্ষোভ প্রকাশ করে তামিম ইকবাল সংবাদ সম্মেলনে বলেন, “বোর্ড আসলে কাদের জন্য, ক্রিকেটারদের নাকি ফ্র্যাঞ্চাইজি আর ক্লাবগুলোর জন্য? বিপিএলে ফ্র্যাঞ্চাইজিরা ক্রিকেটারদের টাকা কমিয়ে দেয়ার দাবি জানিয়েছিল, বিসিবি তাদের দাবি মেনে নিয়েছে। এবার ক্লাবগুলোও একই দাবি জানিয়েছে আর বিসিবি তা মেনেও নিয়েছে! সুতরাং প্রশ্ন উঠাটাই স্বাভাবিক।”

নতুন পদ্ধতিতে দল বাছাইয়ের সুযোগ না থাকায় তামিম সংশয় প্রকাশ করে শ্রীলংকার পথ অনুসরণ করতে হবে বলে উল্লেখ করেন, “আমাদের এবং ভবিষ্যত ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তার কথা চিন্তা করে আমরা এটা সমর্থন করিনি। শ্রীলঙ্কায় ভালো বেতনের জন্য বোর্ডের সঙ্গে দর কষাকষির কাজটা করে জয়াবর্ধনে, দিলশানের মতো জেষ্ঠ ক্রিকেটাররা। আর বেশি দিন খেলবে না, তাই তাদের এগুলো করার দরকার নেই-তবুও ভবিষ্যত ক্রিকেটারদের কথা ভেবে তারা এটা করেন। আমাদেরও হয়তো তাই করতে হবে।”

বিপিএল নিয়েও বোর্ডের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন তামিম, “আইপিএলকে অনুসরণ করতে চাওয়া খারাপ কিছু নয়। কিন্তু সেখানে স্থানীয়রাই বেশি টাকা পায় আর তরুণদের উৎসাহিত করা হয়। কিন্তু আমাদের এখানে বিপিএলে বিদেশিরা বেশি টাকা পায়। মুশফিক, সাকিবের মতো খেলোয়াড়রা টাকা পায় হাজারে, আর গড়পরতার অনেক বিদেশি খেলোয়াড় টাকা পায় লাখে। এটা কতটা যুক্তি সঙ্গত?”

এদিকে তামিমের পাশাপাশি বোর্ডের সিদ্ধান্তের প্রতি হতাশা প্রকাশ করেছেন সাকিব ও মুশফিক দুজনই। মুশফিক বলেছেন, “নিলাম পদ্ধতি নিয়ে আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট না। প্রত্যেক খেলোয়াড়ের অবস্থাও একই। বোর্ড আমাদের কথা দিয়েছে শুধু এই বছরই এটা হবে। তাদের ওপর আমরা আস্থা রেখেছি। আশা করছি আগামী বছর থেকে আগের পদ্ধতিতে দলবদল হবে।”

Related Post

তবে মাঠে তাড়াতাড়ি খেলায় ফিরতে চান অধিনায়ক। নিউজিল্যান্ড, বাংলাদেশে আসার আগেই ঘরোয়া প্রিমিয়ার লিগ শুরু করতে বোর্ডকে অনুরোধ করেছেন তিনি। প্রস্তুতি পর্ব উল্লেখ করে তিনি বলেন, “প্রিমিয়ার লিগ আমাদের জন্য এটা প্লাস পয়েন্ট। লিগটা যেন তাড়াতাড়ি শুরু হয় এবং হোম সিরিজের পূর্বে যেন আমরা কয়েকটা ম্যাচ খেলতে পারি।”

রাজিউর রহমান

Recent Posts

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো অনুবাদের নতুন সুবিধা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাষাগত ব্যবধান কমাতে জনপ্রিয় যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি বিল্ট–ইন…

% দিন আগে

‘ধুরন্ধর’ এর অভিনেত্রী সারা যা বললেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত সিনেমা ‘ধুরন্ধর’।…

% দিন আগে

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা: জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বগাথার এক…

% দিন আগে

বিমানে যাত্রার মাঝেই আজগুবি আচরণ: পাসপোর্ট খাবার আর টয়লেটে ফেলা!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইতালির মিলান থেকে লন্ডনগামী একটি বিমানে উড়ান শুরু হওয়ার পর…

% দিন আগে

শীত ও গ্রামের মানুষ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ১ পৌষ ১৪৩২…

% দিন আগে

প্রতিদিন কী পরিমাণ হাঁটলে স্বাস্থ্যের জন্য ভালো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাস্থ্য রক্ষায় ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তার মধ্যে সবচেয়ে সহজ,…

% দিন আগে