দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুক্তরাজ্যের কর্মীরা পরীক্ষামূলকভাবে সপ্তাহে ৩ দিনের ছুটি পেতে যাচ্ছেন। হাজার হাজার কর্মী গত সোমবার থেকে ৪ দিনের কাজ শুরু করেছেন।
নতুন নিয়মে তাদের সপ্তাহে ৪ দিন কাজ আর ৩ দিন ছুটি থাকবে। এ কারণে তারা বেতন আগের মতোই পাবেন অর্থাৎ এতে তাদের বেতনে কোনো হেরফেরও হবে না।
নতুন একটি পরিকল্পনার অংশ হিসেবে আগামী ৬ মাস ধরে কর্মীরা সপ্তাহে ৪ দিন কাজ করবেন। তবে এখনই পুরো যুক্তরাজ্যে এই কার্যক্রমটি শুরু হচ্ছে না। আপাতত দেশটির ৭০টি কোম্পানির ৩ হাজার ৩শ’ কর্মী এই সুযোগ পাচ্ছেন। যার মধ্যে রেস্টুরেন্ট এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। এই কর্মসূচির আওতায় কর্মীরা সপ্তাহে ৮০ শতাংশ কম সময় কাজ করেও বেতনের পুরো অর্থই পাবেন। তবে তাদের অবশ্যই শতভাগ উৎপাদনশীলতা নিশ্চিত করতে হবে।
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং বোস্টন কলেজের গবেষকদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতেই এই প্রকল্প পরিচালনা করছে অলাভজনক প্রতিষ্ঠান ফোর ডে উইক গ্লোবাল, থিংক ট্যাঙ্ক অটোনমি ও ফোর ডে উইক ইউকে ক্যাম্পেইন।
যুক্তরাজ্যের প্রেশার ড্রপ ব্রিউইংয়ের ব্র্যান্ড ম্যানেজার সিয়েনা ও রর্ক জানিয়েছেন, তাদের কোম্পানির প্রধান লক্ষ্যই ছিল কর্মীদের মানসিক স্বাস্থ্য এবং সার্বিক উন্নয়ন। তিনি আরও বলেন, ‘করোনা মহামারি আমাদের কাজ ও মানুষ কীভাবে জীবন-যাপন করছে সেই বিষয়গুলো নতুন করে ভাবতে শিখিয়েছে। আমরা আমাদের কর্মীদের জীবনমান উন্নত করতে ও বিশ্বে একটি প্রগতিশীল পরিবর্তনের অংশ হওয়ার জন্যই এই কার্যক্রমটি শুরু করেছি।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।