দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গভীর রাতে মাঝ পদ্মায় দুই ফেরির সংঘর্ষে এক পিকআপ চালকের মৃত্যু ঘটেছে। একজন নিখোঁজ রয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে শিমুলিয়া-মাঝিরকান্দি ফেরি রুটে শরীয়তপুরের জাজিরার কাছে এই দূর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনাকবলিত ফেরি দুটি- ফেরি বেগম রোকেয়া এবং ফেরি বেগম সুফিয়া কামাল। এই ফেরি দুটিতে এই সময় অর্ধ শতাধিক গাড়ি ও দুই শতাধিক যাত্রী ছিলেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
ফেরি দুর্ঘটনায় নিহত পিকআপ চালকের নাম মো. খোকন (৪০), তার বাড়ি ঝালকাঠি জেলায়। ফেরি সুফিয়া কামালে তার গাড়ি ছিল।
এছাড়া আরও একজন চালক পদ্মায় ছিটকে পড়ে নিখোঁজ রয়েছেন বলেও জানান লৌহজং থানার এএসআই শাখাওয়াত। তিনি বলেন, প্রচণ্ড বেগে মুখোমুখি সংঘর্ষে দুই ফেরির বেশ কিছু অংশ দুমড়ে-মুচড়ে গেছে ও ফেরি রোকেয়ায় ৫টি ব্যক্তিগত গাড়ি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বেগম রোকেয়া ফেরির মাস্টার মিন্টু রঞ্জন দাস জানিয়েছেন, ‘নদীতে অনেক স্রোত ছিল, জাজিরা পয়েন্টের কাছাকাছি মোড়ে পৌঁছালে স্রোতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরি সুফিয়া কামালের সঙ্গে আমাদের ফেরির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে আমাদের ফেরিতে থাকা ৮/১০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পিকআপ চালক মারা যান। এছাড়াও নদীতে পড়ে একজন নিখোঁজ রয়েছেন।’
ফেরি সুফিয়া কামালের মাস্টার মোহাম্মদ হাসান বলেছেন, ‘নদীতে প্রচণ্ড স্রোতে টার্নিংয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তাই এই দুর্ঘটনাটি ঘটেছে।’
অপরদিকে, “দুর্ঘটনার পর ফেরি দুটি যার যার গন্তব্যের ঘাটে নোঙ্গর করতে সক্ষম হয়েছে ও তাতে আরও বহু যাত্রীর প্রাণ রক্ষা পেয়েছে” বলেও জানিয়েছে কর্তব্যরত পুলিশ।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।