দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘটনাটি পাকিস্তানের সিন্ধু প্রদেশের। সেখানকার বাসিন্দা মুহাম্মদ হাসান নারেজোর বাড়িতে ঘটেছে এই বিশ্ব রেকর্ড করার ঘটনা। ওই ব্যক্তির খামারের নুবিয়ান জাতের একটি ছাগল জন্ম নিয়েছে ১৯ ইঞ্চি লম্বা কান নিয়ে!
এই ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশের পর গিনেস রেকর্ড ইতিমধ্যেই খোঁজখবর শুরু কেরেছে ছাগলটির বিষয়ে। খুব শীঘ্রই ছাগল ছানাটিকে স্বীকৃতি দিতে পারে গিনেস রেকর্ড কর্তৃপক্ষ।
মুহাম্মদ হাসান এই ছাগলটির নাম দিয়েছেন সিম্বা। এতো লম্বা কানের কারণে সে যখন মাটিতে হাঁটে, তখন তার দুই কান মাটিতে লুটিয়ে যায়। আর তাই সে যাতে আঘাত না পায়, সেজন্য সারাক্ষণ তিনি খেয়াল রাখেন। এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সিম্বাকে দেখতে প্রতিদিনই আশপাশের মানুষ ভিড় জমাচ্ছেন তার বাড়িতে।
দেখা যায় সিন্ধু প্রদেশের নুবিয়ান ছাগলদের কান সাধারণত লম্বাই হয়ে থাকে। যেহেতু পাকিস্তানের ওই এলাকা অতি উষ্ণাঞ্চলের মধ্যেই পড়ে, সেখানে গ্রীষ্মকালের গড় তাপমাত্রা থাকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস, তাই লম্বা কানের সাহায্যে বিশেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় নুবিয়ান ছাগল শরীরটকে ঠাণ্ডা রাখে, বিষয়টি জানিয়েছেন প্রাণী বিজ্ঞানীরা।
তবে কোনো ছাগলের কানের সাইজই ১৯ ইঞ্চি হয়নি এই পর্যন্ত। পৃথিবীতে এতো লম্বা কানের ছাগল দ্বিতীয়টি নেই বলে জানা যায়। জিনগত কারণেই এই কাণ্ডটি ঘটেছে। তাই সিম্বার মালিকের আশা, খুব শীঘ্রই তার প্রিয় পোষ্যের নাম উঠবে গিনেস ওয়ার্ল্ড বুক রেকর্ডে।
উল্লেখ্য যে, পাকিস্তানের সিন্ধু প্রদেশে এই জাতের ছাগলের খামার ঘরে ঘরে দেখা যায়। পুষ্টিগুণের কারণে এদের দুধের দামও অনেক বেশি। তাছাড়াও নুবিয়ান ছাগলের দুধ থেকে তৈরি ক্রিম, মাখন, আইসক্রিম পাকিস্তানে অনেক জনপ্রিয়। তথ্যসূত্র : সংবাদ প্রতিদিন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।