দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় টিভি অভিনেত্রী অহনা রহমান ও তরুণ অভিনেতা যাহের আলভী নতুন নাটক ‘পালাবি কোথায়’ আরটিভির ইউটিউবে প্রকাশ পেলো।
টিভি নাটকের জনপ্রিয় মুখ অহনা রহমান ও অভিনয়ের মধ্যদিয়ে শোবিজ অঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করা তরুণ অভিনেতা যাহের আলভীর নতুন নাটক ‘পালাবি কোথায়’ আরটিভির ইউটিউবে প্রকাশ পেলো। এবার এই দুই তারকা জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন ‘পালাবি কোথায়’ শিরোনামের নতুন এই নাটকটিতে। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এই নাটকটি রচনা এবং পরিচালনা করেছেন রিফাত আদনান পাপন।
২২ জুন নাটকটি প্রকাশ পায় আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলটিতে। নাম শুনে কমেডি নাটক মনে হলেও এই নাটকে দর্শকরা দেখতে পাবেন লাভ রিভেঞ্জ কিংবা প্রেমের গ্যাঞ্জাম। যেখানে রাইসা চরিত্রে অভিনয় করেছেন অহনা এবং রাইসার বয়ফ্রেন্ড শিহাবের চরিত্রে অভিনয় করেছেন আলভী।
নাটকটির কাহিনী এমন: একটু গাছাড়া অগোছালো স্বভাবের ছেলে হলো শিহাব। সম্পর্ক থাকাকালে অনেক বলেও তার স্বভাবের কোনো পরিবর্তন আনতে পারেননি রাইসা। তাই অনেকটা অভিমানে অন্য একজনকে বিয়ে করার সিদ্ধান্ত গ্রহণ করে। তবে প্রেমিকার বিয়ের কথা শুনেই ক্ষোভে বিয়ে ভেঙে দেন শিহাব।
আর শিহাব বিয়ে ভেঙে দিয়েছে এই কথা শুনে তেলেবেগুনে জ্বলে উঠে রাইসা। শিহাবের বাড়ির সামনে গিয়ে চিল্লাচিলি শুরু করে দেয়। শিহাবকেই বিয়ে করবেন বলে হুমকিও দেন। এদিকে এসব শুনে বাড়ি থেকে পালায় শিহাব। রাইসা তাকে খুঁজে এনে জোর করে কাজী অফিস নিয়ে যায়। একপর্যায় শিহাব রেজিস্টার খাতায় স্বাক্ষর করলেও সেখান থেকে ভেজা চোখে বেরিয়ে আসে রাইসা।
এমন অসংখ্য দায়িত্বজ্ঞানহীন শিহাব ছড়িয়ে আছে আমাদের আশেপাশে রয়েছে; যারা সম্পর্কে জড়ায় ঠিক কিন্তু তাদের হেয়ালিপনায় সম্পর্কগুলো শেষ পর্যন্ত পূর্ণতা পায় না। সেইসব মানুষদের গল্পকেই তুলে ধরা হয়েছে ‘পালাবি কোথায়’ নাটকটিতে।
দেখুন নাটকটি
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।