স্পেনের গ্রামপ্রেমী এক শিক্ষকের গল্প!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের প্রায় সব দেশেই রুটিরুজির তাগিদে মানুষ শহরগুলোতে ভিড় করেন। গ্রামের পৈতৃক ভিটে অবহেলিত থেকে যায়। স্পেনের এক শিক্ষক নিজের লুপ্তপ্রায় গ্রামকে আবার চাঙ্গা করে তুলতে আন্তরিক উদ্যোগ নিয়েছেন।

স্পেনের উত্তরে বিলবাও শহরের প্রায় ১’শ কিলোমিটার দূরে ছবির মতো সুন্দর এক গ্রাম হলো পুয়েন্তেদেই। সেখানেই ইভান আলোনসোর বাড়ি। ২৮ বছর বয়সী এই শিক্ষক কর্মসূত্রে সেখানে না থাকলেও নিয়মিতভাবেই ফিরে আসেন।

গ্রামের প্রতি তার টান সম্পর্কে তিনি বলেন, আমার কাছে পুয়েন্তেদেই অনেক কিছুই। বলা যায়, সবটাই। আমার বাবা-মাও এই গ্রামেই জন্মেছেন, আমিও জন্মেছি এই গ্রামে। প্রত্যেক সপ্তাহান্তে আমরা এখানেই আসি। প্রাণের টান খুবই বেশি ও এমনটাই থাকবে। স্পেনের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর তালিকায় পুয়েন্তেদেইয়ের নাম সবেমাত্র অন্তর্গত হয়েছে। তবে দ্বাদশ শতাব্দীর এই গ্রামের ভবিষ্যৎ নিয়ে ইভান আলোনসোর মনে দুশ্চিন্তাও রয়েছে। সৌন্দর্য এবং বিশেষ ঐতিহাসিক দ্রষ্টব্য সত্ত্বেও গ্রামটি ধীরে ধীরে বিলুপ্তির পথেই চলেছে। গ্রামটির জনসংখ্যা ৫০-এরও কম হয়ে দাঁড়িয়েছে।

Related Post

ইভান আলোনসো জানিয়েছেন, গত ৩০ বছরে গ্রামে বিশাল পরিবর্তন এসেছে। আগে গ্রীষ্মে গ্রাম ভরে যেতো। প্রতি সপ্তাহান্তেই অনেক বন্ধু নিয়ে আমরা এখানে আসতাম। এখন অনেক কম লোক আসেন। তবে পর্যটকদের কল্যাণে গ্রামে আবার জনসমাগম দেখা যাচ্ছে। অনুরাগীর সংখ্যা আরও বাড়লে গ্রামের বহু উপকার হবে। বহু বছর ধরেই সেখানে কোনো স্কুল নেই। কোনো কমবয়সী পরিবারও এই গ্রামে থাকে না। ইভান স্থানীয় গির্জার ঘণ্টা বাদক আন্তোনিয়ো সাইস-এর সঙ্গেও দেখা করেছেন। ৮১ বছর বয়সী এই মানুষটি আজীবন পুয়েন্তেদেই গ্রামেই বসবাস করছেন।

স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, আগের সঙ্গে আজকের এই গ্রামের কোনো মিলই নেই। আগে এখানে চাষবাস এমনকি পশুপালন করা হতো। তবে গত শতাব্দীর ষাট এবং সত্তরের দশকে পরিস্থিতি একেবারেই বদলে গেছে। তখন চাষবাসের গুরুত্বও কমে যায়। এমন অবহেলার কারণে মানুষ শিল্পক্ষেত্রে কাজের সন্ধান করতে লাগলেন। অবশ্যই বিলবাও শহরে অনেক শিল্প রয়েছে।

পুয়েন্তেদেই গ্রামকে আবার তরুণ প্রজন্মের জন্য আকর্ষণীয় করে তুলতে ইভান আলোনসো অন্যদের সঙ্গে মিলে গ্রীষ্মে লা কুকানিয়া নামে এক উৎসব আয়োজন করে থাকেন।

তিনি আরও বলেন, অংশগ্রহণকারীরা গ্রাম এবং বাইরে থেকে আসেন। এই খেলায় ৫-৬ মিটার উঁচু থাম থেকে একটি পতাকা ধরার চেষ্টা করতে হয়। এতে সমস্যা হলো, সেই থাম তেল দিয়ে মাখানো থাকে। যে কারণে না পিছলে পতাকা ধরতে হলে খুব সাবধান হতে হয়। ইভান আলোনসো নিজের গ্রাম সম্পর্কে এখনও আশা ছাড়েননি। নতুন স্বীকৃতিও গ্রামের বিকাশে বাড়তি সুযোগ বয়ে আনবে বলে সকলের আশা।

তিনি মনে করেন যে, বর্তমানে মাত্র ৫০ জন মানুষ থাকলেও পুয়েন্তেদেই গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাবে না বলেই আমার বিশ্বাস। তাদের মধ্যে আমিও রয়েছি। সারাবছর এখানে আমি না থাকলেও গ্রামে আমার নাম নথিভুক্ত রয়েছে। আমার ধারণা যে, গ্রাম মোটেই নিশ্চিহ্ন হয়ে যাবে না কারণ শুধু সৌন্দর্যই নয়, পুয়েন্তেদেইয়ে অনেক মানুষের শিকড়ও রয়েছে। তারাও নিশ্চয়ই গ্রামের মৃত্যু চান না। লুপ্তপ্রায় এই সুন্দর গ্রামটি শুধুমাত্র পর্যটকদের জন্যই আকর্ষণীয় হয়ে থাকতে চায়, সেটি কিন্তু নয়।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on জুলাই ১৯, ২০২২ 11:28 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

পুষ্টিবিদরা যা বলেন: সুজি খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…

% দিন আগে

বাংলা এবং হিন্দিতে ‘দরদ’-এর ট্রেলার ও গান প্রকাশ [ট্রেলার]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…

% দিন আগে

মুরগির লেগপিস প্রতিদিন খাওয়া কী ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…

% দিন আগে

উপদেষ্টা নাহিদকে নিয়ে নানা অপপ্রচার: সাবধান করেছেন সমন্বয়ক মাসউদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…

% দিন আগে

ইলন মাস্ককে এক লাখ সরকারি চাকরি বাতিলের দায়িত্ব দিলেন ডোনাল্ড ট্রাম্প

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…

% দিন আগে

গোল্ডেন আউল: ৩১ বছর ধরে চলা গুপ্তধন অধ্যায়ের সমাপ্তি ঘটলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…

% দিন আগে