দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলা গানের যুবরাজ খ্যাত গায়ক আসিফ আকবর ও কোকিল কণ্ঠী নাজমুন মুনিরা ন্যান্সি’র নতুন ‘চমক আসছে’।
বাংলা গানের যুবরাজ খ্যাত গায়ক আসিফ আকবর ও কোকিল কণ্ঠী নাজমুন মুনিরা ন্যান্সির দূরত্বের কথা সবাই জানেন। কোনো একটি অজানা কারণে তাদের মনস্তাত্ত্বিকভাবে দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিলো তাদের মধ্যে। যা নিয়ে পরবর্তীতে কম পানি ঘোলা হয়নি। দুই শিল্পীর মধ্যে বড় ভাই এবং ছোট বোনের মতো সম্পর্ক বিরাজ করলেও দীর্ঘ চার বছর তাদের যোগাযোগই ছিল না। অবশেষে মান-অভিমান ভুলে এক হলেন তারা।
গত শনিবার নিজের ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন শিল্পী আসিফ আকবর। তিনি লিখেছেন যে, একটা ফোনের অপেক্ষায় ছিলাম দীর্ঘ চার বছর যাবত। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত ফোনটি। হ্যালো বলতেই শুনলাম আকাঙ্খিত সেই আদুরে কণ্ঠটি। ভাইয়া আমি ন্যান্সি বলছি… খুব ভালো লাগলো ফোনে ওর কণ্ঠ শুনতে পেয়ে। দুনিয়ার সমস্ত অভিযোগ-অভিমান আমার বিরুদ্ধেই, শুনে আরও বেশি ভালো লাগছিল। ন্যান্সি তো আমার ছোট, আমি ওর বড়। তাহলে আমার মিনিমাম ভুলের ম্যাক্সিমাম শাস্তি তো হওয়া উচিত।
ফেসবুকের স্ট্যাটাসে আরও লিখেছেন, নাজমুন মুনিরা ন্যান্সির কণ্ঠ আমাদের সম্পদ। আমাকে বললো ভাইয়া আমি রাগ কমিয়ে ফেলেছি, এবার আপনিও রাগ কমিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গেই আমি রাজি হয়ে গেলাম। অনেকদিন পর (স্নেহের) ন্যান্সির সঙ্গে গল্প-গানের আড্ডায় নিজেকে হালকা করে ফেললাম।
আসিফ-ন্যানসির দূরত্ব ঘুচে যাওয়ায় মিউজিক ইন্ডাস্ট্রির মানুষজন বেশ নড়েচড়ে বসেছেন। শোনা যাচ্ছে যে, এই দুই শিল্পীকে নিয়ে বেশ কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান হতে ডুয়েট গান করানো হবে।
বিষয়টি নিয়ে আসিফ আকবরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একটি সংবাদ মাধ্যমকে বলেন, একসঙ্গে ডুয়েট গানের পরিকল্পনা রয়েছে। শুধু আমরা দুইজন চাইছি না, বাইরে থেকেও অনেকেই প্রস্তাবও দিয়েছেন। অপেক্ষায় থাকুন নতুন চমমের জন্য।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।