দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥আজ ৮ আগস্ট বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মদিন। এই উপলক্ষে তৈরি হয়েছে নতুন গান। সুজন হাজং এর লেখা, সুমন কল্যাণের সুরে এই গানটিতে কণ্ঠ দিয়েছেন অবন্তী সিঁথি।
অবন্তী সিঁথি গাইলেন বঙ্গমাতাকে নিয়ে নতুন গান। ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে তুমি/ কারাগারের রোজনামচায় তুমি/ তুমি আমাদের বঙ্গমাতা, বঙ্গবন্ধুর রেণু/ তুমি আমাদের ইতিহাসে রাখাল রাজার বেণু’- এমন কথার গানটির শিরোনাম হলো ‘আমাদের বঙ্গমাতা’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৫ আগস্ট) মগবাজারের ডি স্টেশনে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। অবন্তী সিঁথি ইতিপূর্বে সুজন হাজংয়ের লেখা ‘মুক্তির সংগ্রাম’ শিরোনামের আরেকটি গানেও কণ্ঠ দিয়ে ব্যাপক প্রসংসিত হয়েছিলেন।
বঙ্গমাতাকে নিয়ে গান সম্পর্কে গীতিকার সুজন হাজং বলেছেন, ‘বাঙালির মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর নেপথ্যের শক্তি ছিলেন বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব। স্বাধীনতার জন্য বঙ্গমাতার অসীম ত্যাগ ও সংগ্রামের কথা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা গ্রন্থেও উল্লেখ করা হয়েছে। বঙ্গমাতার জন্মদিনে শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে এই গানটি লিখেছি। আশাকরছি অবন্তী সিঁথির কণ্ঠে গাওয়া এই গানটি শ্রোতাদের কাছেও সমাদৃত হবে।’
এই বিষয়ে অবন্তী সিঁথি বলেছেন, বঙ্গমাতা ছিলেন আমাদের বঙ্গবন্ধুর স্বাধীনতা সংগ্রামের মূলশক্তি। বঙ্গমাতাকে নিয়ে প্রথম বার একটি অসাধারণ গানে কণ্ঠ দিতে পেরে আমি সত্যিই গর্বিত। গানের কথা ও সুর হয়েছে খুব চমৎকার। আশা করি গানটি শ্রোতাদেরও ভীষণ ভালো লাগবে।
‘আমাদের বঙ্গমাতা‘ গানটি আজ (৮ আগস্ট) গীতিকার সুজন হাজংয়ের ব্যক্তিগত ইউটিউব ‘সুজন হাজং অফিসিয়াল’ চ্যানেলে প্রকাশিত হবে বলে জানা যায়।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।