দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতে এমন একটি বিলাসবহুল আবাসন রয়েছে, যা শুধু সৌন্দর্যের দিক থেকেই নয়, বরং দামের দিক থেকেও বলা যায় আকাশছোঁয়া। যে কোনও রাজপ্রাসাদকে সৌন্দর্যের দিক থেকে টেক্কা দিতে পারে এই বাড়িটি!
ভারতে বেশ কয়েকটি বিলাসবহুল আবাসন রয়েছে, যার মধ্যে আজকের আলোচ্য বাড়িটি একেবারেই অন্যরকম। য রাজপ্রাসাদকেও হার মানাবে! শুধু সৌন্দর্যের দিক থেকেই নয়, বরং দামের দিক থেকেও একেবারে আকাশছোঁয়া। যে কোনও রাজপ্রাসাদকে সৌন্দর্যের দিক থেকে টেক্কা দিতে পারে এই বাড়িটি।
খ্যাতিমান বাড়ির মধ্যে শীর্ষে রয়েছে ‘অ্যান্টিলিয়া’। এটি রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর মুকেশ অম্বানীর বাড়ি। মুম্বইয়ের অ্যাল্টামাউন্ড রোডের উপর ২৭ তলার এই বাড়ির আনুমানিক মূল্য ২০ হাজার কোটি টাকা! এই বাড়ি নির্মাণে সহায়তা করেছিলেন শিকাগোর আর্কিটেক্ট পার্কিন্স ও উইল।
বাড়িটির ২৭ তলার হলেও উচ্চতার দিক দিয়ে তা ৪০ তলা বাড়িরই সমান। তার বাড়িতে একটি সিনেমা থিয়েটারও রয়েছে, যার ভিতরে একসঙ্গে ৮০ জন বসা যায়। তাছাড়াও জিম থেকে আইসক্রিম পার্লার, সুইমিং পুল হতে সেলুন পর্যন্ত সব কিছুই এক ছাদের তলাতেই রয়েছে। বাড়িটি এমনভাবে তৈরি করা হয়েছে যে, রিখটার স্কেলের মাত্রা অনুযায়ী, ভূমিকম্পের তীব্রতা ৮ হলেও বাড়িটি কখনও ভেঙে পড়বে না।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।