দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পরীক্ষায় প্রতারণা করা নতুন কোনো বিষয় নয়। তবে আধুনিক যুগ হওয়ার কারণে প্রতারণা সহজ হয়েছে। তাই এবার পরীক্ষায় প্রতারণা এড়াতে ইন্টারনেট বন্ধ করে রাখা হলো!
এমন একটি ঘটনা ঘটেছে ভারতের আসামে। ওই রাজ্যে বিভিন্ন বিভাগে ২৭ হাজার সরকারি পদ পূরণের জন্য প্রার্থীরা একটি বড় নিয়োগ পরীক্ষায় বসতে শুরু করেছে। পরীক্ষার্থী যেনো পরীক্ষায় কোনো রকম প্রতারণা না করতে পারে সেজন্য রাজ্য সরকার পরীক্ষার সময় কেন্দ্রগুলোর চারপাশে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছে।
এনডিটিভির এক খবরে বলা হয়, ওই পরীক্ষাটি ছিলো রাজ্যের বৃহত্তম নিয়োগের অংশ। এই পরীক্ষায় প্রায় ১৪ লক্ষ শিক্ষার্থী উপস্থিত হওয়ার কথা। জানা যায়, যে সমস্ত জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেইসব স্থানে ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে না।
দেশটির সরকার আরও বলেছে যে, কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সিআরপিসি) ১৪৪ ধারা জারি করা হবে। কারণ হলো প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
পরীক্ষার নিয়মের অংশ হিসেবে পরীক্ষার্থীদের সঙ্গে সঙ্গে পরিদর্শকদের পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন কিংবা অন্য কোনও ইলেকট্রনিক গ্যাজেট বহন করতে পুরোপুরি নিষেধ করা হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পরীক্ষা কেন্দ্রের ভিডিও করার নির্দেশও দেওয়া হয়।
পরীক্ষার পূর্বে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করতে জেলা প্রশাসক এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকও করেছেন। বৈঠকে মুখ্যমন্ত্রী কর্মকর্তাদের বলেছিলেন যে, পরীক্ষা পরিচালনার সময় কোনও আত্মতুষ্টি থাকা মোটেও উচিত নয়।
দেশটিতে গ্রেড-৩ এবং গ্রেড-৪-এর পদ পূরণের প্রথম ধাপের পরীক্ষা ২১ আগস্ট, ২৮ আগস্ট এবং ১১ সেপ্টেম্বর হবে বলে জানা যায়।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।