দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দক্ষিণ ভারতের লাল চন্দনের চোরাচালানের কাহিনী নিয়ে নির্মিত হয়েছিলো ‘পুষ্পা: দ্য রাইজ’। সিনেমাটি ভারত ছাড়াও পুরো বিশ্বে বেশ আলোড়ন সৃষ্টিতে সক্ষম হয়েছে।
এই সিনেমার মূল দুই চরিত্রে অভিনয় করেন দক্ষিণী জুটি আল্লু অর্জুন এবং রাশমিকা মন্দানা। ‘পুষ্পা: দ্য রাইজ’-এর ব্যাপক সাফল্যের পর এবার নির্মাতারা সিক্যুয়েল তৈরির কথা ভাবছেন। দ্বিতীয় ‘পুষ্পা’ আসতে চলেছে এমন আভাসও দেন। সব জল্পনা শেষে জানা গেলো ছবির দ্বিতীয় ভাগ ‘পুষ্পা: দ্য রুল’ শীঘ্রই আসছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, ‘পুষ্পা: দ্য রুল’ এর শুটিং শুরু হচ্ছে। প্রথম দিন পূজা সেরেই কাজে হাত দিচ্ছেন পরিচালক সুকুমার।
সিনেমাটির জনপ্রিয় জুটি আল্লু অর্জুন এবং রাশমিকা মন্দানাকে আবারও একসঙ্গে দেখা যাবে বলে জানানো হয়। ছবির শুটিং শুরু হওয়ার আগেই আনুষ্ঠানিক ঘোষণা করলেন পরিচালক। ক্যাপশনে লেখা হয়েছে, ‘পুষ্পার রাজ ফিরে আসছে! এই হলো শাসন করার সময়! ভারতের সবচেয়ে বেশি প্রত্যাশিত সিক্যুয়েল তৈরি কাজ শুরু করা হচ্ছে পূজা করার মাধ্যমে।’
উল্লেখ্য, ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাটি গত বছরের ১৭ ডিসেম্বর মুক্তি পায়। নবীন ইয়েরনেনি ও ওয়াই রবি শঙ্কর প্রযোজিত ‘পুষ্পা: দ্য রাইজ’ এর চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন ‘আর্য’ নামে খ্যাত সুকুমার। ছবিটি মুক্তি পাওয়ার পর হতে একের পর রেকর্ড সৃষ্টি হয়।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।