দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রাজিলের আদিবাসী সুরক্ষা সংস্থা ফুনাই ২৭ আগস্ট জানিয়েছে, যোগাযোগহীন ব্রাজিলীয় আদিবাসী উপজাতির শেষ সদস্য যাকে ‘গর্তের মানুষ’ হিসেবে ধরা হয় তিনি মারা গেছেন।
গভীর গর্ত খনন করার জন্য তিনি ‘ম্যান অব হোল’ বা ‘গর্তের মানুষ’ নামে অধিক পরিচিত ছিলেন। খবর সিএনএনের।
সারভাইভাল ইন্টারন্যাশনাল মনে করে, তিনি রন্ডোনিয়া রাজ্যের ব্রাজিলিয়ান আমাজনের গভীরে তানারু আদিবাসী ভূমিতে বসবাস করতেন। বিগত ২৬ বছর ধরে তিনি একাকি বসবাস করে আসছিলেন।
প্রতিবেদনে বলা হয়, এই মানুষটি বাইরের সমাজের সঙ্গে যোগাযোগের সমস্ত প্রচেষ্টাকে প্রতিহত করেছিলেন। যদিও ব্রাজিল কর্তৃপক্ষ তাকে দূর থেকেই পর্যবেক্ষণ করতো। তাছাড়াও মাঝে-মধ্যে তার জন্য খাবারও সরবরাহ করতো।
সারভাইভাল ইন্টারন্যাশনাল বলেছে যে, তার গোত্রের বাকি মানুষগুলো ১৯৭০ এর দশক থেকে বেশ কয়েকটি আক্রমণে নিশ্চিহ্ন হয়ে যায়। প্রধানত গৃহপালিত পশুপালক এবং জমি দখলকারীরা এই আক্রমণগুলো করেছিলো।
সারভাইভাল ইন্টারন্যাশনালের গবেষণা এবং অ্যাডভোকেসি ডিরেক্টর ফিওনা ওয়াটসন বলেছেন যে, বাইরের কেও এই লোকটির নামও জানতো না। এমনকি তার গোত্র সম্পর্কেও খুব বেশি কিছু জানতো না কেও। তার মৃত্যুর সঙ্গে ব্রাজিলীয় আদিবাসী উপজাতির গণহত্যা শেষ হলো।
তিনি আরও বলেন যে, কারণ হলো এটি ছিল একটি গণহত্যা। জমি এবং সম্পদের জন্যই ক্ষুধার্ত গৃহপালিত পশুপালকদের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে একটি সম্পূর্ণ জনগণকে নিশ্চিহ্ন করা হয়।
গত ২৩ আগস্ট ফুনাই কর্মকর্তারা একটি কুঁড়েঘরে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। তবে কোনো আক্রমণ কিংবা আঘাতের কোনো চিহ্ন তার শরীরে পাওয়া যায়নি। তিনি প্রাকৃতিক কারণে মারা গেছেন বলেই জানিয়েছে ফুনাই।
ব্রাজিলের ফেডারেল পুলিশ তার দেহের ফরেনসিক পরীক্ষা করবে বলেও খবরে বলা হয়।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।