দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তান। এ পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ১ হাজার ১০০ জন ছাড়িয়ে গেছে। এমন এক অবস্থায় ভারত থেকে সাহায্য নেওয়ার পরিকল্পনা করছে পাকিস্তান।
পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল বুধবার (৩১ আগস্ট) এক ঘোষণায় বলেছেন, চলমান এই বিপর্যয় সামলাতে ভারত হতে পণ্য আমদানির বিষয়টি বিবেচনা করছে পাকিস্তান সরকার।
ইসমাইল বলেছেন, ‘সংশ্লিষ্ট অন্যান্য কূটনীতিকদের সঙ্গে পরামর্শ করার পেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। আকস্মিক বন্যায় নগদ অর্থ সংকটে ভোগা দেশটি উর্ধ্বমুখি খাদ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এই উদ্যোগ নিতে যাচ্ছে।
একটি টুইটার পোস্টে পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল বলেছেন, একাধিক আন্তর্জাতিক সংস্থা সরকারের কাছ থেকে ভারত-পাকিস্তান স্থলসীমান্তের মাধ্যমে ভারত থেকে খাদ্য নিয়ে আসার আবেদনও জানায়। সরকার খাদ্যের যোগানের ঘাটতি অনুযায়ী এবং সরকারের সংশ্লিষ্ট অন্যান্য অংশীদারদের সঙ্গে পরামর্শ করার পর এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি ওই টুইট বার্তায় বলেছেন।
এদিকে পাকিস্তানের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে প্রথমবার বিবৃতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে পোস্ট করে প্রতিবেশী দেশের প্রাকৃতিক বিপর্যয় নিয়ে দুঃখ প্রকাশ করেছেন মোদি। সেইসঙ্গে তিনি প্রার্থনা করেন, যেনো শীঘ্রই পাকিস্তানের জীবন-ব্যবস্থা স্বাভাবিক হয়।
উল্লেখ্য, পাকিস্তানে বন্যায় এই পর্যন্ত প্রায় ১ হাজার ১৩৬ জনের প্রাণহানি ঘটেছে। প্রায় ৩ কোটির বেশি মানুষ ঘরছাড়া হয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো জনজীবন। এমন এক অবস্থায় আন্তর্জাতিক মহলের কাছে সাহায্যের আবেদন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।