দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার নতুন জুটি হয়ে আসছেন সাইমন সাদিক এবং শবনম বুবলী। ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন তারা। নতুন এই চলচ্চিত্রের নাম ‘চাদর’।
জাকির হোসেন রাজু পরিচালিত নতুন এই সিনেমাটির প্রযোজক চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)।
‘চাদর’ সিনেমায় সাইমন ও বুবলীর চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন সাইমন সাদিক। এই বিষয়ে তিনি বলেছেন, ‘বৃহস্পতিবার এফডিসিতে বিকেলের দিকে চুক্তিবদ্ধ হয়েছেন তারা।’
সিনেমাটির অনুদানপ্রাপ্তির সময় নির্মাতা জাকির হোসেন রাজু গণমাধ্যমে বলেছেন, ‘চাদর একজন দরিদ্র নারীর গল্প। একজন দরিদ্র অসহায় নারী সবদিক থেকে নিরাপত্তাহীনতায় ভোগেন। কেমন হয় সেইসব পরিস্থিতি, সেটিই এই সিনেমায় তুলে আনার চেষ্টা করবো।’
গল্পের ধারণা দিয়ে সাইমন গণমাধ্যমকে জানিয়েছেন, সমাজ পরিস্থিতির গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির মূল গল্প। এতে কবি চরিত্রে অভিনয় করবেন নায়ক সাইমন। সিনেমায় আরও অভিনয় করবেন মনিরা মিঠু।
এই বিষয়ে সাইমন বলেছেন, ’আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিনেমাটির শুটিং। ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং করা হবে।’
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।