দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘ ৮ বছর পর ‘দিন: দ্য ডে’ সিনেমা নিয়ে হাজির হন অনন্ত জলিল। বরাবরের মতো এবারও তার সঙ্গী হয়েছেন বর্ষা। মুক্তির পূর্ব হতেই আলোচনায় ছিল ‘দিন: দ্য ডে’। মুক্তির পরও আলোচনা-সমালোচনা হয়। এবার তিনি জানালেন মালয়েশিয়ার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘দিন: দ্য ডে’।
‘দিন: দ্য ডে’ সিনেমার বাজেট নিয়ে নেটিজেনদের তোপের মুখে পড়েন অনন্ত জলিল। পরবর্তীতে বিবৃতি উপস্থাপন করে নিজের অবস্থান পরিষ্কারও করেন। এবার সিনেমাটি নিয়ে আরেকটি সুখবর দিলেন এই নায়ক।
আগামী ১৬ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘দিন: দ্য ডে’। প্রথম সপ্তাহে ১০টি ও পরবর্তীতে আরও ১১টি সিনেমা হলে মুক্তি পাবে। টিজিভি সিনেমাস, এল এফ এস সিনেমাস, এম এম সিনেপ্লেক্স, আমেরিন সিনেপ্লেক্স, সুপারস্টার সেরি আলম সিনেমাসসহ বেশ কিছু সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি রিলিজ হবে।
এই বিষয়ে এক ভিডিও বার্তায় অনন্ত জলিল জানিয়েছেন, প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই এবং বোনেরা, আজ আপনাদের আমি একটি সুখবর দিতে যাচ্ছি। আগামী ১৬ সেপ্টেম্বর একই সঙ্গে মালয়েশিয়ার কুয়ালালামপুর, সেলানগর, জহুরবারু, কেদাহ, কেলান্তান, সেরেম্বান, মালাক্কা,পাহাং ও পেনাংসহ বিভিন্ন প্রদেশে অফিসিয়ালি রিলিজ হতে যাচ্ছে ‘দিন: দ্য ডে’।
তিনি আরও জানিয়েছেন, ‘দিন: দ্য ডে’র লোকেশন এবং শো-টাইম হলগুলোর নিজস্ব ওয়েব ও এপস-এ দেখা যাবে। আগামী ১৬ সেপ্টেম্বর আমি এবং বর্ষা আপনাদের সঙ্গে কুয়ালালামপুর টুইন টাওয়ারের টিজিভি সিনেমা হলে ৫টা ২০-এর শো দেখবো। তাছাড়াও আগামী ১৮ সেপ্টেম্বর বিকেল ৫টা ২০-এর শোতে জহুর বারুর সিটি স্কয়ারের এমএম সিনেপ্লেক্সেও থাকবো। আপনাদেরকে আমাদের সঙ্গে এই শো-গুলো দেখার আমন্ত্রণ রইলো।
মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনন্ত জলিল আরও বলেন, আমি মালয়েশিয়ার বাংলাদেশস্থ হাইকমিশনের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। মালয়েশিয়াতে ‘দিন: দ্য ডে’ রিলিজের ক্ষেত্রে তাদের অসামান্য অবদান আমাকে সত্যিই ঋণী করেছে। এম্পায়ার ফিল্মস এসডিএন বিএইচডি, আর এম এইচ গ্লোবাল (এম) এসডিএন বিএইচডি সেন্দিরিয়ান বেরহেড, ব্রেইন্স বি প্রডাকশনস এসডিএন বিএইচডি- তাদেরকে আমি মন থেকেও কৃতজ্ঞতা জানাতে চাই। এছাড়াও প্রাণ মালয়েশিয়া সিনেমাটির প্রচারে অনেক বড় ভূমিকা পালন করছে। তাদের কাছে’ও আমি কৃতজ্ঞ।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।