দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘পরাণ’ খ্যাত নির্মাতা রায়হান রাফী ‘নিঃশ্বাস’ এবার যাচ্ছে বিশ্বের বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে। ১৫ সেপ্টেম্বর চকরিতে মুক্তি পেতে চলেছে রাফীর বানানো নতুন ওয়েব ফিল্ম ‘নিঃশ্বাস’।
সিনেমা, ওয়েব মিলিয়ে অনেকগুলো কনটেন্ট নির্মাণ করেছেন রায়হান রাফী। প্রতিটি কাজের মাধ্যমেই দর্শকদের আস্থা অর্জন করেন তিনি। সর্বশেষ ‘পরাণ’ দিয়ে বাজিমাৎ করেন রুপালি পর্দা।
আগামী ১৫ সেপ্টেম্বর চকরিতে মুক্তি পেতে যাচ্ছে রাফীর বানানো নতুন ওয়েব ফিল্ম ‘নিঃশ্বাস’। এটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, সাফা কবির, নীল হুরেরা জাহান, শাওন, রাশেদ মামুন অপু প্রমুখ। প্রকাশিত ট্রেলারই বলে দিচ্ছে, শ্বাসরুদ্ধ একটি গল্পই হতে যাচ্ছে ‘নিঃশ্বাস’।
পোড়ামন ২ খ্যাত পরিচালক রাফী বলেছেন, নিঃশ্বাস মূলত হাসপাতালের গল্প। এখানে কেও জন্ম নিলেই নিঃশ্বাস নিয়েই জন্মায়, আবার কেও মারা গেলেও ওই নিঃশ্বাস হারিয়েই মারা যায়। হাসপাতালে যে যুদ্ধ হয় নিঃশ্বাস থাকা এবং না থাকা নিয়েই হয়। এমন যুদ্ধের মধ্যেই আরেকটি যুদ্ধের কনসেপ্ট হলো এই ‘নিঃশ্বাস’।
এই ওয়েব ভিত্তিক ফিল্মটিকে রাফী তার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ কাজ মনে করছেন। তিনি একটি সংবাদ মাধ্যমকে বলেন, গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার চেষ্টা করেছি। এটি থ্রিলার ঘরানার কাজ। আমার ব্যক্তিগত সাইকোলজিক্যাল চিন্তাও দেখিয়েছি। যেটা আগে কখনও দেখাতে পারিনি। ক্যারিয়ারে শুরুতেই এই ধরণের কাজ করতে চেয়েছিলাম, তবে পারিনি। কারণ হলো তখন বানালে হয়তো দর্শকরা দেখতোই না। সবার ভালোবাসায় আমার নিজের পজিশন হয়েছে। আমার বিশ্বাস যে, দর্শকরা আমার নামের উপর আস্থা রেখে কাজটি দেখবেন। তাই ‘নিঃশ্বাস’ আমার বানানো সবগুলো কাজ থেকে একেবারে আলাদা কাজ বলে মনে করি।
ওটিটির জন্য জানোয়ার, খাঁচার ভিতর অচিন পাখি, টান, সাত নাম্বার ফ্লোর, ডার্ক সাইট অব ঢাকা বানিয়ে প্রশংসা এবং সম্মাননা দুটোই অর্জন করেছেন নির্মাতা রাফী।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।