বাংলাদেশে প্রতিনিধি অফিস খুলবে ডয়চে ব্যাংক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বব্যাপী নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে বাংলাদেশে প্রতিনিধি অফিস খুলবে জার্মানির ডয়চে ব্যাংক। এই নতুন বাজারে প্রবেশের মাধ্যমে এশিয়া প্যাসিফিক অঞ্চলে ডয়চে ব্যাংকের আঞ্চলিক কার্যক্রমের পরিধি ১৫টি বৈচিত্র্যপূর্ণ বাজারে সম্প্রসারিত হবে।

দ্রুতবর্ধনশীল অর্থনীতির এ দেশে গ্রাহকদের বাণিজ্যের জন্য আর্থিক সহায়তার জোরালো চাহিদার প্রতি সাড়া দিয়ে ডয়চে ব্যাংক শিগগিরই বাংলাদেশে এর কার্যক্রম শুরু করবে। প্রতিনিধি অফিসটি বহুজাতিক করপোরেট ক্লায়েন্টদের; বিশেষ করে বাংলাদেশের রপ্তানিকারকদের সহায়তা করার ওপর গুরুত্বারোপ করবে। বাংলাদেশে ব্যাংকটির ব্যবসাকে নেতৃত্ব দেয়ার জন্য সৈয়দ নওশাদ জামানকে নিয়োগ দেয়া হয়েছে। সৈয়দ নওশাদ জামান এর আগে বাংলাদেশে কমার্জব্যাংক প্রতিনিধি অফিসের ডেপুটি হেড (উপ-প্রদান) হিসেবে কর্মরত ছিলেন।

এ নিয়ে ডয়চে ব্যাংকের এশিয়া প্যাসিফিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ম্যানেজমেন্ট বোর্ডের সদস্য আলেকজান্ডার ফন জুর মুহেলেন বলেন, “আমরা এশিয়া প্যাসিফিক অঞ্চলে আমাদের ব্যবসার পরিধি বৃদ্ধি এবং বিনিয়োগের বিষয়টি অব্যাহত রেখেছি।” তিনি আরো বলেন, “আমরা গর্বিত যে, এশিয়া প্যাসিফিকে আমাদের ১৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা আমাদের শক্তিশালী আঞ্চলিক নেটওয়ার্কের ১৫তম বাজারে কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমাদের প্ল্যাটফর্মের জন্য এ অঞ্চলে আমরা যে ইতিবাচক সুযোগ দেখতে পাচ্ছি তার একটি বড় উদাহরণ হচ্ছে বাংলাদেশ। দেশটির দ্রুত এগিয়ে চলা অর্থনীতির সাথে আমরা আঞ্চলিক এবং বৈশ্বিক বাণিজ্যে এর ক্রমবর্ধমান অংশগ্রহণকে সহায়তা করার জন্য এ বাজারে প্রবেশ করছি।” ট্রেড ফাইন্যান্স ও লেন্ডিং এর জন্য ডয়চে ব্যাংক গ্লোবাল কো-হেড অতুল জৈন বলেন, “আমাদের বৈশ্বিক বহুজাতিক এবং জার্মানির করপোরেট ক্লায়েন্ট, উভয়ের জন্যই বাংলাদেশ একটি ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ বাজার। এ প্রতিনিধি অফিসটি বাংলাদেশের প্রবৃদ্ধিশীল এবং বিকাশমান বাজারে আমাদের ক্লায়েন্টদের ক্রমবর্ধমান হারে বেড়ে চলা ঝুঁকি ব্যবস্থাপনা এবং আর্থিক সহায়তার চাহিদাকে সমর্থন করার প্রতি আমাদের দৃঢ় প্রতিশ্রুতিরই প্রতিফলন ।”

বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, ইউরোপে জার্মানি হলো বাংলাদেশের বৃহত্তম ব্যবসায়িক অংশীদার, আর বিশ্বে এটি দ্বিতীয় বৃহত্তম। বাংলাদেশে জার্মানি থেকে রপ্তানি গত ২৫ বছরে তিন গুণ বেড়েছে। ২০২১ সালে বাংলাদেশে জার্মানির রপ্তানি ৪৫ শতাংশ বেড়ে ৮৭৭ মার্কিন ডলারে পৌঁছেছে। এ রপ্তানির অর্ধেকের কম এসেছে মেশিনারি ও ইক্যুইপমেন্ট থেকে, যার মূল্য প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on সেপ্টেম্বর ১৫, ২০২২ 9:48 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

এখন থেকে বড় পর্দায় দেখা যাবে রাতের স্বপ্ন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…

% দিন আগে

রাজবাড়ী বড় মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…

% দিন আগে

পুষ্টিবিদরা যা বলেন: সুজি খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…

% দিন আগে

বাংলা এবং হিন্দিতে ‘দরদ’-এর ট্রেলার ও গান প্রকাশ [ট্রেলার]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…

% দিন আগে

মুরগির লেগপিস প্রতিদিন খাওয়া কী ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…

% দিন আগে

উপদেষ্টা নাহিদকে নিয়ে নানা অপপ্রচার: সাবধান করেছেন সমন্বয়ক মাসউদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…

% দিন আগে