দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তার নাম আবু আবদুল্লাহ্। ডাকনাম হলো ‘বহুবিবাহের রাজা’। সৌদির এই ৬৩ বছর বয়সী ব্যবসায়ীর দাবি, তিনি এ পর্যন্ত ৫৩ বার বিয়ে করছেন!
তিনি ২০ বছর বয়সে প্রথম বার বিয়ে করেন। এরপর পেরিয়ে গেছে ৪৩টি বসন্ত। এই ৪৩ বছরে তিনি মোট ৫৩ বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। যারা তাকে চেনেন, তাদের অনেকেই তাকে ডাকেন ‘বহুবিবাহের রাজা’ বলে! তার আসল নাম আবু আবদুল্লাহ্। ৫৩টি বিয়ের পর সৌদি আরবের বাসিন্দা আবদুল্লাহ্র দাবি, অনেক হয়েছে, আর নয়। এবার তিনি বিয়ে করা থামাতে চান!
সংবাদ মাধ্যমকে আবদুল্লাহ্ জানান, ২০ বছর বয়সে যখন প্রথম বার বিয়ে করেছিলেন তখন তিনি ভেবেছিলেন যে, প্রথম স্ত্রীর সঙ্গেই কাটিয়ে দেবেন পুরো জীবন। তবে বছর তিনেক পর তার সঙ্গে মতানৈক্য শুরু হওয়ায় দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি। এরপর প্রথম এবং দ্বিতীয় স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হওয়ায় আবারও বিয়ে করেন তিনি। এভাবেই তার শুরু। বিয়ে করতে করতে কখন যে অর্ধশতরান পার করেছেন, নিজেও বুঝে উঠতে পারেননি আবদুল্লাহ্!
তবে এবার ৬৩ বছরের পৌঁছে কিছুটা দার্শনিক আবদুল্লাহ্। বলেছেন, জীবনে কখনও তিনি নিজের চাহিদার জন্য বিয়ে করেননি। মানুষ জীবনে শান্তি এবং স্থিতি চায়, সেই শান্তি খুঁজে পেতেই বার বার বিয়ে করার প্রয়োজন হয়েছে তার। অধিকাংশ ক্ষেত্রেই আবদুল্লাহ্ সৌদি আরবের মহিলাদের বিবাহ করলেও, বাইরের দেশে বেড়াতে গিয়েও একাধিক বিয়ে করেছেন তিনি। বাইরে গিয়েও কী শান্তি খুঁজে পাচ্ছিলেন না তিনি? সংবাদ মাধ্যমের করা প্রশ্নের জবাবে আবদুল্লাহ্ বলেছেন, ৩/৪ মাস বিদেশে গিয়ে যাতে তিনি ব্যভিচারে জড়িয়ে না পড়েন, তা নিশ্চিত করতেই বিয়ে করতেন তিনি। এই নীতি মেনে তাকে এক রাতের জন্যেও বিয়ে করতে হয়েছিল, স্বীকারোক্তি দিয়েছেন ৫৩ বার বিয়ে করা ‘বহুবিবাহের রাজা’ খ্যাত সৌদির এই ব্যক্তি আবদুল্লাহ্। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।