দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রেম বিষয়টি একেবারেই ব্যক্তিগত একটি বিষয়। তবে প্রেমে পড়লে যদি কোনো দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানাতে হয় তাহলে কেমন হবে? ঠিক এমনই ঘটনা ঘটেছে ইসরায়েলে! প্রেমে পড়লেই জানাতে হবে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে!
দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ক্ষেত্রে এমন একটি আইন প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, কোনো ফিলিস্তিনি নাগরিকের প্রেমে পড়লে বিদেশীদের অবশ্যই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানাতে হবে।
আজ থেকে পশ্চিম তীরে চালু হওয়া নতুন নিয়মের ধারা বিবরণীতে বলা হয় যে, কোনো ফিলিস্তিনির সঙ্গে সম্পর্ক শুরুর ৩০ দিনের মধ্যেই ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অবশ্যই অবহিত করতে হবে।
সেইসঙ্গে এই নিয়মের আওতায় কোটাভুক্ত হতে পারবেন ফিলিস্তিনের বিশ্ববিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থী এবং ১০০ জন শিক্ষকও। অবশ্য ইসরায়েলের ক্ষেত্রে এই ধরনের কোনো কোটা থাকছে না।
অপরদিকে, ফিলিস্তিনি সংগঠন পিএলও বলছে যে, ইসরাইলের এমন নীতি সত্যিই বৈষম্যমূলক। এতে একটি রাষ্ট্র এবং দুটি ভিন্ন ব্যবস্থার বাস্তবতা এতে উঠে এসেছে। তবে এই বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষ বলেছে যে, নিরাপত্তার কারণে এই অঞ্চলে ভ্রমণে নিষেধাজ্ঞার প্রয়োজন। তবে নতুন এই আইন ইসরাইলের পাশাপাশি পশ্চিম তীরের ফিলিস্তিন নিয়ন্ত্রিত অংশ বা ইহুদি বসতি এলাকার জন্য প্রযোজ্য নয় বলে জানানো হয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।