দীর্ঘ ৭০ বছর পর আবার পৃথিবীর কাছে আসছে বৃহস্পতি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি। এবার পৃথিবীর কাছাকাছি আসছে এই গ্রহটি। যা গত ৭০ বছরের ইতিহাসে বিরল একটি ঘটনা!

মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন যে, আগামী ২৬ সেপ্টেম্বর এমন একটি বিরল ঘটনাটি ঘটতে চলেছে। সেদিন বৃহস্পতি পৃথিবীর অনেকটাই কাছাকাছি আসবে। ওই দিন সারারাতই আকাশে দেখা যাবে বৃহস্পতিকে। সূর্য ও বৃহস্পতি উভয়ই একই দিকে থাকবে, ঠিক পৃথিবীর বিপরীতে। যে কারণে, সূর্যের মতোই পৃথিবীর সাপেক্ষ বৃহস্পতিও পূর্ব দিকে উঠবে, আর পশ্চিমে অস্ত যাবে।

নাসা এক বিবৃতিতে জানিয়েছে, যেহেতু ২৬ সেপ্টেম্বর বৃহস্পতি পৃথিবীর খুব কাছে চলে আসবে, পৃথিবী থেকে তাকে অনেক স্পষ্ট ও উজ্জ্বল দেখাবে। এই ঘটনাটি যথেষ্ট বিরল।

Related Post

নাসা-সূত্রে আরও বলা হয়, ওই দিন চাঁদ ছাড়া আকাশের অন্যান্য গ্রহ-নক্ষত্রের মধ্যে বৃহস্পতিকে সবচেয়ে উজ্জ্বল দেখা যাবে। তবে পৃথিবী হতে খালি চোখে বৃহস্পতিকে দেখা যাবে না।

বিজ্ঞানীরা জানিয়েছেন যে, গ্রহটি দেখতে চাইলে অবশ্যই টেলিস্কোপের সাহায্য নিতে হবে। আবার ভালো দূরবিনের মাধ্যমেও মূল গ্রহ ছাড়াও বৃহস্পতির ৩/৪টি উপগ্রহও এই সময় দেখা যেতে পারে।

জানা গেছে, আগামী ২৬ সেপ্টেম্বরে পৃথিবী এবং বৃহস্পতির মধ্যে দূরত্ব কমে দাঁড়াবে ৫৮ কোটি কিলোমিটার। স্বাভাবিক অবস্থায় এটির দূরত্ব থাকে ৯৬ কোটি কিলোমিটার।

পৃথিবী হতে বৃহস্পতির দূরত্ব প্রায় ৫৯২.৬৯ মিলিয়ন কিলোমিটার। তবে আগামী ২৬ সেপ্টেম্বর পৃথিবী হতে বৃহস্পতির দূরত্ব থাকবে সবচেয়ে কম মাত্র ৩৬৫ মিলিয়ন কিলোমিটার। বৃহস্পতির এইরকম পৃথিবীর নিকটবর্তী হওয়ার ঘটনাটিও মহাজাগতিক বলে জানিয়েছেন নাসার মার্শাল স্পেস ফ্লাইট সেন্টারের গবেষণারত জ্যোতির্বিজ্ঞানী অ্যাডাম কোবেলস্কি।

অ্যাডাম কোবেলস্কি বলেছেন, “ভালো অর্থাৎ অত্যাধুনিক ব্যান্ডযুক্ত বাইনোকুলার ব্যবহার করলে পৃথিবীপৃষ্ঠ হতেই সেদিন দেখতে পাওয়া যাবে গালিলিয়ান ৩-৪ টি উপগ্রহ।” তাছাড়াও ৪ ইঞ্চি বড়ো ও সবুজ নীল ফিল্টারযুক্ত টেলিস্কোপ ব্যবহার করলেও বৃহস্পতির গ্রেট রেড স্পট ও ব্যান্ডগুলোকে আরও বিশদভাবে সেদিন পর্যবেক্ষণ করা যাবে।

বৃহস্পতির মোট ৭৯টি চাঁদ আবিষ্কার করা গিয়েছে। যার মধ্যে ৫৩টি নামকরণও করা হয়। উক্ত চাঁদগুলোর সবচেয়ে বড় যে ৪টি চাঁদ রয়েছে- আইও, ইউরোপা, গ্যানিমিড ও ক্যালিস্টো এগুলোকে গ্যালিলিয়ান উপগ্রহ বলা হয়।

সৌরজগতের বৃহত্তম বৃহস্পতি সূর্য হতে দূরত্বের দিক দিয়ে পঞ্চম ও আকার আয়তনের দিক দিয়ে সৌরজগতের বৃহত্তম একটি গ্রহ। বৃহস্পতির ব্যাস হলো ১,৪২,৮০০ কিলোমিটার। আয়তনে পৃথিবীর থেকে প্রায় ১,৩০০ গুণ বড়। এটি সূর্য থেকে প্রায় ৭৭.৮ কোটি কিলোমিটার দূরত্বে বিদ্যমান। বৃহস্পতি ব্যতীত সৌর জগতের বাকি সবগুলো গ্রহের ভরকে একত্র করলে বৃহস্পতির ভর তা থেকে অন্তত আড়াই গুণ বেশি হবে। বৃহস্পতি গ্রহের প্রাথমিক উপাদান হলো হাইড্রোজেন ও সামান্য পরিমাণ হিলিয়াম। তথ্যসূত্র : ইকোনমিক টাইমস।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on সেপ্টেম্বর ২১, ২০২২ 3:16 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

গরম পড়তেই মাইগ্রেনের সমস্যা? অস্বস্তি থেকে রেহাই পেতে ভরসা রাখবেন যে দাওয়াইয়ে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই গরমে রোদে বেরোলে মাইগ্রেনের সমস্যায় ভোগেন অনেকেই। এক বার…

% দিন আগে

ওপেনএআইয়ের মডেল মাত্র ১৫ সেকেন্ডেই ভয়েস ক্লোনিং করতে পারবে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন এআই মডেল মাত্র ১৫ সেকেন্ডের অডিও থেকে ভয়েস ক্লোনিং…

% দিন আগে

এক ব্যতিক্রমি সিনেমা ‘লাপাতা লেডিস’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পরিচালক কিরণ রাওয়ের আলোচিত সিনেমা ‘লাপাতা লেডিস’ অবশেষে মুক্তি পেলো…

% দিন আগে

এপ্রিল মাসে ভারতে রেকর্ড গরমে ৯ জনের মৃত্যু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্চ মাস থেকেই গরমের আভাস দেওয়া হয়েছিলো ভারতে। তবে এপ্রিলের…

% দিন আগে

এবার গাজর দিয়ে তৈরি হলো বাঁশি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা এতোদিন দেখে আসছি বাঁশ দিয়ে বাঁশি বানানো হয়। আর…

% দিন আগে

কুষ্টিয়ার ঐতিহাসিক ঝাউদিয়া শাহী মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ৩ মে ২০২৪ খৃস্টাব্দ, ২০ বৈশাখ ১৪৩১…

% দিন আগে