দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২ খৃস্টাব্দ, ১৫ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ, ৩ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
ঐতিহাসিক এই মসজিদটি জয়পুরহাট শহর থেকে ২০ কিলোমিটার দূরে ক্ষেতলাল উপজেলার হিন্দা গ্রামে অবস্থিত। এই মসজিদটির অপূর্ব নির্মাণ শৈলীর জন্য আগত লোকজনের কাছে অত্যন্ত আকর্ষণীয়।
হযরত আবদুল গফুর চিশতি (রঃ) এর নকশা এবং বাংলা ১৩৬৫ সালে নির্মাণ করেচিলেন। ইসলামের ৫টি স্তম্বের প্রতীকস্বরুপ এই হিন্দা শাহী মসজিদে ৫টি গুম্বুজ তৈরি করা হয়েছে ।
হিন্দা শাহী মসজিদটি এতো নিপুন কারুকার্য করে তৈরি করা হয়েছে যা আপনি নিজ চোখে না দেখলে অনুধাবন করতে পারবেন না ।
হযরত আবদুল গফুর চিশতি (র:) একজন চিরকুমার ছিলেন। এই জেলায় তাঁর তৈরি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সন্তান জ্ঞান ভেবে লালন পালন করেছেন ।
এই মসজিদটি হযরত আবদুল গফুর চিশতি (র:) এর ডিজাইন এবং খলিফা আবদুল খালেক চিশতির তত্বাবধানে নির্মিত হয়।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।