দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাকিব ও বুবলী মানেই নানা ধরনের গুঞ্জন। এবার সেই গুঞ্জন আপাতত শেষ হয়েছে। তাদের সন্তান নিয়ে খোলাসা করেছেন তারা। তাই শাকিব-বুবলী আবারও একসঙ্গে শুটিংয়ে ফিরলেন।
নানা সমালোচনা পাশ কাটিয়ে শুটিংয়ে ফিরলেন শাকিব খান ও বুবলী। গত শনিবার সকাল থেকে এই জুটি ঢাকার একটি পাঁচতারা হোটেলে তপু খানের পরিচালনায় ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবির গানের শুটিংয়ে অংশ নিয়েছেন।
কড়া নিরাপত্তায় শাকিব-বুবলীর শুটিং করা হয়েছে। সেই শুটিংয়ের একটি দৃশ্যে দেখা যায়, বেশ ফুরফুরে আমেজে শাকিব-বুবলী শুটিং করেছেন। আলোচিত এই দুই চিত্রতারকাকে কালো পোশাকে গানের শুটিং করতে দেখা যায়।
এর আগেই পরিচালক তপু খান জানিয়েছিলেন, ‘লিডার’র বাকি সবকাজই শেষ। শুধু দুটি গানের শুটিংই বাকি। গানের শুটিং হলেই পুরোপুরি ক্যামেরা ক্লোজ হবে এই সিনেমার।
‘লিডার আমিই বাংলাদেশ’ অ্যাকশন, রোমান্টিক এবং সামাজিক সচেতনতার একটি ছবি। এই ছবির সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল ও যৌথভাবে চিত্রনাট্য করেন দেলোয়ার হোসেন দিল এবং পরিচালক তপু খান।
দুই শতাধিক নাটক, বিজ্ঞাপন বানানোর পর ‘লিডার’র মাধ্যমে প্রথমবার সিনেমা বানালেন তপু খান। গত বছর নির্মাণের শুরু থেকে আলোচনায় এই ছবিটি। পরিচালক জানিয়েছেন, এই বছরেই ‘লিডার’ মুক্তি পাবে এটা প্রায় নিশ্চিত করেই বলা যায়।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।