দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফটের নতুন গান মানেই ভক্তদের কাছে যেনো বাড়তি উন্মাদনা। তাই নতুন গানের অপেক্ষায় থাকেন দীর্ঘসময়। এবার ‘মিডনাইটস’-এ পপ তারকা টেইলরের অ্যান্টি হিরো!
২০২০ সালে গ্র্যামি পুরস্কার বিজয়ী এই গায়িকা তার অ্যালবাম ‘ফোকলোর’ ও এর ফলো-আপ ‘এভারমোর’ মুক্তি দেন মাত্র ৫ মাসের ব্যবধানে।
তারপর কিছুদিন আগে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে শীর্ষ পুরস্কার গ্রহণের সময় তিনি নতুন অ্যালবাম ‘মিডনাইটস’ প্রকাশের ঘোষণা দেন। সেই থেকে টেইলর ভক্তরা অপেক্ষায় ছিলেন নতুন গানের জন্য। এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। আগামী ২১ অক্টোবর আসছে তার নতুন একটি অ্যালবাম। গত ৬ অক্টোবর সামাজিজক যোগাযোগ মাধ্যমে এমনই ঘোষণা দেন টেইলর।
জানা যায়, ১৩টি গান দিয়ে সাজানো এই অ্যালবামটিতে মানুষের দুঃখ-কষ্টের কথাও প্রতিফলিত হবে। এমনকি অ্যালবামটির একটি গানে নিজের জীবনের কথাও তুলে ধরেছেন এই গায়িকা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে টেইলর বলেছেন, ‘আসন্ন অ্যালবামের অ্যান্টি-হিরো গানটি আমার লেখা ও গাওয়া প্রিয় একটি গান বলা যায়। গানটিতে আমার জীবনের কথাও উঠে আসবে। আমার জীবনের নিরাপত্তাহীনতার পাশাপাশি অনিয়ন্ত্রিত জীবনের সঙ্গে সংগ্রামের গভীর অনুসন্ধান প্রকাশ পাবে এই গানটিতে।’
অ্যালবামটির গানগুলো সম্পর্কে তিনি আরও জানিয়েছেন যে, সাইড এ-তে রয়েছে ‘ল্যাভেন্ডার হ্যাজ, মেরন, অ্যান্টি-হিরো, স্নো অন দ্য বিচ, ইউ আর অন ইউর ওউন কিড ও মিডনাইট রেইন।’
অন্যদিকে সাইড বি-তে রয়েছে ‘কোয়েশ্চেন, ভিজিলান্ট এস, বেজওয়েল্ড, লেবিরিন্থ এবং কর্মা। কর্মা ট্র্যাকটি র্যাপার কানি ওয়েস্ট ও রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ানের সঙ্গে তার নাটক সম্পর্কে গুজব নিয়ে তৈরি হয়েছে। এখানে আরও রয়েছে সুইট নাথিং ও মাস্টারমাইন্ড।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।