দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সামাজিক মাধ্যম ও গণমাধ্যমগুলোতে গত কয়েকটি দিন ধরেই নানা লেখালেখি চলছে পূজা চেরি ও শাকিব খানকে নিয়ে। এই সব সমালোচনায় শেষ পর্যন্ত “বাড়াবাড়ি করলে আইনী ব্যবস্থা” নেওয়ার কথা বলেছেন এই নায়িকা।
চলচ্চিত্র জগতে ‘ভালোবাসার রং’ ছবিতে শিশুশিল্পী হিসাবে প্রথম কাজ করেন পূজা চেরি। ‘পোড়ামন ২’ সিনেমায় পরি চরিত্রে অভিনয় করে আলোচিত হন। শিশুশিল্পী হিসেবে পর্দায় হাজির হওয়া পূজা চেরি বর্তমানে পুরোদস্তুর নায়িকা। সম্প্রতি শাকিব খানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়লে তোলপাড় ঢালিউড পাড়া। এমনকি এটাও শোনা যাচ্ছে যে, তার কারণেই নাকি শাকিব খান এবং বুবলীর সম্পর্কের মধ্যে চিড় ধরেছে। বিষয়টি নিয়ে বিরক্ত নায়িকা পূজা।
এই বিষয়টি নিয়ে গতকাল (মঙ্গলবার) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে খোলাসা করেছেন পূজা চেরি।
পূজা চেরি লিখেছেন, ‘ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম সু-অভিনেত্রী হওয়ার জন্য। সেই স্বপ্ন পূরণে আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। অল্পদিনের ক্যারিয়ারে মানুষ আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, আপন করে নিয়েছেন- এতে করে জীবনের শেষদিন পর্যন্ত এই কাজটা করে যেতে চেয়েছি। চলার পথে ভালোর পাশাপাশি কিছু খারাপ মানুষ আমাকে বাঁধা দেওয়ার চেষ্টা করছে। বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমার চলার পথ থামিয়ে দেওয়ার চেষ্টাও করছে। তবে এসবে পাত্তা না দিয়ে আমি সবসময় কাজে মনোযোগী হয়েছি।’
পূজা আরও লিখেছেন, ‘কদিন ধরে খেয়াল করছি আরেকজনের ব্যক্তিগত জীবনে আমার নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যে গুঞ্জনও সৃষ্টি করা হচ্ছে। ফেসবুকের ব্যক্তিগত আইডি-পেইজ থেকে পোস্ট বা ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে আমাকে টানা হচ্ছে। শুরু থেকেই বিষয়টিকে আমি এড়িয়ে গিয়েছি। কারণ এসবের সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্কই নেই- যতোটুকু রয়েছে শিল্পী হিসেবে শুধুই প্রফেশনাল সম্পর্ক।’
পূজা বলেন, ‘আমাকে যারা ভালোবাসেন তাদের মনের মধ্যে কোনো নেতিবাচক ধারণার তৈরি হোক, এটি কোনোভাবেই কাম্য নয়। ব্যক্তিগতভাবেও এই বিষয়টিতে আমি ভীষণ বিরক্ত। আমার মনে হয়েছে, এইসব বন্ধ হওয়া দরকার।’
ক্ষোভ প্রকাশ করে সবশেষে পূজা লিখেছেন যে, ‘যারা আমাকে নিয়ে মিথ্যে গুঞ্জন ছড়াচ্ছেন তাদের কয়েকজন আবার দায়িত্বশীল পদে থেকেও এই কাজটিই করছেন! কোনো রকম সত্যমিথ্যা যাচাই-বাছাই ছাড়াই ও আমার স্টেটমেন্ট ছাড়া আমার নাম জড়িয়ে যদি আগামীতে মিথ্যে গুঞ্জন রটানো হয়, আমি স্পষ্ট করে জানাচ্ছি যে- দেশের প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিয়ে বাধ্য হবো, কারণ হলো আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সবার আশীর্বাদ কামনা করি, সবার মঙ্গল এবং শুভবুদ্ধির উদয় হোক।’
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
This post was last modified on অক্টোবর ১২, ২০২২ 9:53 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘নেচার ইজ় ব্রুটাল’ নামে এক্স হ্যান্ডল হতে পোস্ট করা ভিডিওটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৩ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা সিনেমার কিংবদন্তী…