দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা ২০২৫ সালের মধ্যে চাঁদে গাছ লাগানোর চেষ্টা শুরু করেছেন। চাঁদের বুকে মানববসতি গড়ে তোলার কাজে সহায়ক ভূমিকা নিতে সম্প্রতি এক অভিযানের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির উদ্ভিদ জীববিজ্ঞানী ব্রেট উইলিয়ামস জানিয়েছেন যে, ইসরায়েলের বেসরকারি মহাকাশযান বেরেসিত-২ চাঁদের উদ্দেশ্যে বীজ নিয়ে যেতে পারে। খবর ফোউরালস ও ভয়েস অব আমেরিকার।
ব্রেট উইলিয়ামস আরও জানিয়েছেন, মহাকাশ যানটি চন্দ্রপৃষ্ঠে অবতরণের পর বীজগুলো একটি বদ্ধ জায়গাতে রেখে পানি দেওয়া হবে। তারপর এগুলোর অঙ্কুরোদ্গম ও এর বিকাশ কেমন হচ্ছে তা পর্যবেক্ষণ করা হবে। বিরূপ পরিস্থিতির মধ্যেও কোনো গাছ বেশি সময় ধরে টিকে থাকতে পারে এবং কতোটা দ্রুত অঙ্কুরিত হতে পারে, তার ভিত্তিতেই এই চন্দ্রাভিযানের জন্য উপযোগী গাছের বীজ বাছাই করা হচ্ছে। অস্ট্রেলিয়ার এক প্রকারের দীর্ঘজীবী ঘাসকে এই অভিযানে বেছে নেওয়া হতে পারে। সুপ্ত অবস্থায় এই ঘাস পানি ছাড়াই দীর্ঘদিন ধরে বাঁচে।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া এবং ইসরায়েলের বিজ্ঞানীদের সমন্বয়ে লুনারিয়া ওয়ান নামে একটি সংস্থার মাধ্যমে এই প্রকল্পটি পরিচালিত হচ্ছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।