দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে ইন্টারনেটের যুগে ভাইরাল ইস্যু ব্যাপকভাবে প্রভাব ফেলছে। ভাইরাল হতে মানুষ কতোকিছুই না করছে। তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার এক ব্যক্তি এমন কাজ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন!
মার্কিন গণমাধ্যম ম্যাশেবলের বরাত দিয়ে এনডিটিভি এক খবরে বলেছে, আলেক্সান্ডার ৩১ বছর বয়সী টমিনস্কি নামে ওই ব্যক্তি টানা ৪০ দিনে ৪০টি মুরগি খেয়েছেন!
জানা গেছে, টমিনস্কির হঠাৎ একদিন মনে হলো যে, তিনি বিভিন্ন এলাকায় গিয়ে প্রতিদিন একটি করে মুরগির গ্রিল খাবেন। যেই ভাবা সেই কাজ শুরু করেন তিনি।
কোনো একটি দোকানের সামনে গিয়ে একটি করে মুরগি খান ও তার ছবি, খবর এবং ভিডিও দেন টুইটারে। টমিনস্কি তার অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে লিখেছেন যে, তিনি তার ৪০টি মুরগি ৪০ দিনে খাওয়ার চ্যালেঞ্জ সম্পন্ন করেছেন।
এই চ্যালেঞ্জ সম্পন্ন করার পূর্বে তিনি শহরজুড়ে পোস্টার টানিয়ে তার শেষ দিনের চ্যালেঞ্জ দেখার আমন্ত্রণও জানিয়েছেন। টমিনস্কি ডেলাওয়্যার নদীর পাড়ের একটি দোকানে তার ৪০তম মুরগিটি খান।
টমিনস্কি টুইটারে আরও জানিয়েছেন, শেষ দিনের মুরগি ভক্ষণের চ্যালেঞ্জ দেখতে অন্তত ৫০০ মানুষ জড়ো হন। এখন সবাই তাকে ‘ফিলাডেলফিয়ার মুরগিমানব’ বলেই ডাকছেন!
টমিনস্কি দাবি করে বলেছেন, এই চ্যালেঞ্জের সময় তিনি ১৬ পাউন্ড ওজন খুইয়েছেন। কেনোনা ওই ৪০ দিনে তার একমাত্র খাবারই ছিল মুরগি। তিনি জানিয়েছেন, দিনে-রাতে একটি মুরগি ছাড়া অন্য কিছুই খেতেন না তিনি।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।