দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বামীর ওপর তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করিয়ে দেওয়ার লোভ দেখিয়ে ৫৯ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক জ্যোতিষীর বিরুদ্ধে। তাকে গ্রেফতার করেছে ভারতের মুম্বাইয়ের পোয়াই পুলিশ।
দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে সংসার অন্ধেরি নামে জনৈক ব্যবসায়ীর। বয়স ৩৯ বছর। তাদের দাম্পত্য কলহ লেগেই থাকতো। তাই সন্তানদের কথা ভেবে স্বামীর সঙ্গে থাকলেও ওই নারীর মনের মানুষ ছিলেন অন্য কোনো একজন।
পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ১৩ বছর ধরে ওই নারীর অন্য এক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ঘটনার কথা জানতে পেরে ওই ব্যবসায়ী স্ত্রীকে বিবাহবিচ্ছেদের হুমকিও দেন। ভয় পেয়ে প্রেমিকের সঙ্গে সব যোগাযোগ ছিন্ন করে দেন বলে বলে দাবি করেছেন ওই স্ত্রী।
দীপাবলি উপলক্ষে নিজের সংস্থার কর্মচারীদের ‘বোনাস’ দেবেন বলে অক্টোবরের ১০ তারিখ নাগাদ বাড়িতে ৩৫ লক্ষ টাকা স্ত্রীকে জানিয়েই আলমারিতে রাখেন ওই ব্যবসায়ী।
এক সপ্তাহ পর আলমারিতে সেই টাকা না পাওয়ায় স্ত্রীকে ডেকে জানতে চান তার স্বামী। স্ত্রীর উত্তরে অসঙ্গতি দেখার পর, ব্যবসায়ী তার ভাইকে খবর দেন। দুজনের ক্রমাগত জিজ্ঞাসাবাদের মুখে শেষ পর্যন্ত ভেঙে পড়েন ওই নারী।
তিনি জানিয়েছেন, প্রতিদিনের দাম্পত্য অশান্তি থেকে মুক্তি পেতে ও স্বামীকে বশ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ হওয়া বাদল শর্মা নামে এক জ্যোতিষীকে পুরো টাকা তিনি দিয়ে ফেলেছেন।
নিজের প্রেমিকের সাহায্যে জ্যোতিষীর কাছে পৌঁছালে তিনি জানিয়েছেন, কালো জাদুর সাহায্যে তিনি সব সমস্যারই সমাধান করে দেবেন। তবে তার জন্য প্রচুর টাকাও খরচ করতে হবে। স্বামীকে না জানিয়ে বাড়িতে রাখা নিজের যাবতীয় গয়না ও টাকা জ্যোতিষীকে দিতে থাকেন পর্যায়ক্রমে।
ওই ব্যবসায়ীর অভিযোগ পাওয়ার পর তল্লাশি চালিয়ে জ্যোতিষীর কাছ থেকে টাকা ও সোনার গয়না মিলিয়ে মোট ৫৯ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে পুলিশ। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।