দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তার অত্যন্ত প্রিয় লজেন্স। সেই প্রিয় লজেন্স কিনা চুরি গিয়েছে। তাও আবার লজেন্স চুরি করেছে তারই মা। এমনই গুরুতর অভিযোগ নিয়ে একেবারে থানায় হাজির বছর তিনেক বয়সের এক শিশু!
রীতিমতো লিখিতভাবে নিজের অভিযোগ জানিয়েছেন ওই শিশু। ‘চোর’কে গ্রেফতারের আশ্বাস দিলে অবশেষে বাড়ি ফিরে গেছে ওই শিশু। সোশ্যাল মিডিয়ায় খুদে শিশুর কীর্তি দেখে হেসে খুন নেটিজেনরা। ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের।
মধ্যপ্রদেশের বুরহানপুরের পুলিশ ফাঁড়ির সামনের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা যায়, ফাঁড়ির বাইরে সাদা কাগজে অস্পষ্ট হাতের লেখায় নিজের নামও লিখেছে খুদে। দেখা গেছে, আধও আধও বোলে অভিযোগ জানাচ্ছে সে। আপাতত সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিওটি।
অভিযোগ তার মা সব লজেন্স খেয়ে ফেলেছে। তাই পুলিশের কাছে অভিযোগ জানাচ্ছে সে। তার বাবার সঙ্গেই হাজির হয়েছিল খুদে। ফাঁড়ির বাইরে বসে তার অভিয়োগ শোনেন মন দিয়ে এক মহিলা পুলিশ কর্মী। ভিডিওতে আধও আধও বুলিতে শোনা গিয়েছে, “লজেন্স চোরি হো গ্যায়া (লজেন্স চুরি হয়েছে)।” পুলিশকর্মী জিজ্ঞেস করেন যে, “কিসনে চুরায়া (কে চুরি করেছে)? তুমনে (তুমি)? ” জবাবে সে বলে যে, “ম্যায়নে নেহি চুরায়া। আম্মি নে চুরায়া (আমি চুরি করিনি। আমার মা চুরি করেছে)।”
ব্যাপারটা কী জানতে চাওয়া হয় খুদের বাবার কাছ থেকে। তিনি অবশ্য জানিয়েছেন যে, ছেলের চোখে কাজল পড়ানোর সময় বায়না করছিল। তখন ওর মা গালটা টিপে দেন। তাহলে কী শিশুটি মিথ্যে অভিযোগ করছে? সেই উত্তর অবশ্য পাওয়া যায়নি। এদিকে পুলিশকর্মীরা তার অভিযোগ লিখে, চোর ধরার আশ্বাস দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে তাকে। সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিও।
সাধারণত বাচ্চারা পুলিশের সঙ্গে কথা বলতে ভয় পায়। কান্নাকাটিও করে। তবে ৩ বছরের এই খুদে শিশুটি নিজের সাহসের পরিচয় দেওয়ায় তাকে কুর্নিশ করেছেন অনেকেই। লজেন্স চুরির গল্প শুনে হেসে গড়িয়ে পড়েছেন নেটিজেনদের অনেকেই। তথ্যসূত্র : সংবাদ প্রতিদিন।
দেখুন ভিডিওটি
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।