দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। এক দিন বাদেই কাতারের মাটিতে বেজে উঠবে বিশ্বকাপের মহা দামামা। ৩২টি দল লড়াইয়ে নামবে আরাধ্য এক সোনালি ট্রফির জন্য। এদিকে ম্যারাডোনার কন্যা বিশ্বকাপ চাইলেন মেসির কাছে।
বিশ্বযজ্ঞের বাঁশি বাজার আগে সব প্রস্তুতিই সম্পন্ন করেছে আয়োজক কাতার ও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
এক যুগ আগে ২০১০ সালে ২০২২ বিশ্বকাপ আয়োজক হিসেবে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের নাম ঘোষনা করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তৎকালীন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার কাতারের নাম ঘোষণা করতে গিয়ে বেশ গর্ববোধ করেই বলেছিলেন যে, প্রথম কোন আরব দেশ হিসেবে কাতারের বিশ্বকাপ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ২০২২ ফিফা বিশ্বকাপ ইতিহাসে ২২তম আসর এটি। ২০ নভেম্বর হতে ১৮ ডিসেম্বর পর্যন্ত কাতারে মাটিতে বসবে বিশ্ব ফুটবলের মহারণ। রাত ১০টায় কাতার ইকুয়েডরের খেলার মধ্যদিয়ে শুরু হবে এবারের আসর।
চার বছরের প্রতীক্ষা শেষে রবিবার (২০ নভেম্বর) বেজে উঠবে বিশ্বকাপের বাশি। মরুর বুকে ফুটবল মহাযজ্ঞের এই আসরে অংশ নিতে ইতিমধ্যেই কাতার পৌঁছে গেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপের শিরোপার অন্যতম দাবিদার হিসেবে ইতিমধ্যেই কাতারের মাটিতে পা রেখেছে আলবিসেলেস্তারা।
আর্জেন্টিনার সাম্প্রতিক ফর্ম বিবেচনায় নিঃসন্দেহে ফেভারিটের তালিকায় তাদের উপরের দিকেই রাখবে ভক্ত-সমর্থক হতে শুরু করে ফুটবল বোদ্ধারা। তিন বছরের উপর একটানা ৩৬ ম্যাচ ধরে অপরাজিত লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। ২৮ বছরের শিরোপাখরা কাঁটিয়ে গত বছর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে জিতে নেয় কোপা আমেরিকার শিরোপা। লা ফিনালিসিমায় ইউরো চ্যামপিয়ন ইতালিকে উড়িয়ে দেয় ৩-০ গোলে। বিশ্বকাপের আগের এমন আগুনে ফর্মে আর্জেন্টিনার পক্ষে বাজি ধরার মানুষের যেনো অভাব নেই।
এদিকে সাধারণ ভক্ত-সমর্থকদের ছাপিয়ে বিশ্বকাপের শিরোপা নিয়েই লিওনেল মেসিদের দেশে ফেরার আহ্বান জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর খ্যাত প্রয়াত ম্যারাডোনার কন্যা দালমা ম্যারাডোনা। তিনি মেসিকে কাপ জয়ের আহ্বান জানিয়েছেন।
ম্যারাডোনা তাদের সঙ্গেই রয়েছেন এমন বার্তা দিয়ে এক ভিডিওবার্তায় আলবিসেলস্তাদের উদ্দেশ্যে দালমা বলেছেন, ‘মনে রেখো, আমার বাবা তোমাদের সঙ্গেই রয়েছেন। তোমরা ধরে নিতে পারো, তিনিই হলেন আর্জেন্টিনা দলের দ্বাদশ ব্যক্তি।’
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।