দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বৌভাতের অনুষ্ঠানে পরার জন্য শ্বশুরবাড়ি থেকে ১০ হাজার টাকা দামের লেহেঙ্গা দিয়েছে। ‘কম দামের’ পোশাক দেওয়ার অভিযোগ এনে বিয়ে ভেঙে দিলেন খোদ পাত্রী!
হবু শ্বশুরবাড়ি থেকে কম দামের লেহেঙ্গা দেওয়া হয়েছে সেই অভিযোগ তুলে বিয়ে ভাঙলো স্বয়ং কনে। এমন একটি ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের হালদোওয়ানি গ্রাম। এ বছর জুন মাসে আংটিবদল হয়েছিল ওই যুগলটির। তারপর হতেই জোরকদমে চলছিল বিয়ের প্রস্তুতি। দু’বাড়িই নিজেদের মতো করে বিয়ের জন্য তৈরি হচ্ছিল নানা পোশাক-আশাক কেনার মাধ্যমে। নিমন্ত্রণ পর্বও শুরু হয়। হঠাৎই বেঁকে বসলেন কনে। স্পষ্ট জানিয়ে দিলেন, এই বিয়ে তিনি করবেন না। হবু কনের সিদ্ধান্তে অবাক হয়ে যান সকলেই। কারণ বিয়ে নিয়ে স্বাভাবিকভাবেই যথেষ্ট উত্তেজিত ছিলেন তরুণী নিজেও। নিজেই পছন্দ করে বিয়ের সব পোশাকও কিনেছিলেন তিনি। এরপরেও কেনো বেঁকে বসলেন কনে?
বৌভাতের সন্ধ্যায় তার পরার জন্য হবু শ্বশুরবাড়ি একটি লেহেঙ্গা দেওয়া হয় পাত্রীকে। তবে লেহেঙ্গার দাম ১০ হাজার টাকা। দাম শুনেই বিয়ে করবেন না বলে বেঁকে বসেন ওই হবু কনে। ১০ হাজার টাকাটা বিয়ের পোশাকের জন্য একেবারেই যথেষ্ট নয় বলে মনে হয়েছে ওই পাত্রীর। অপরদিকে হবু শ্বশুরবাড়ির লোকজনের দাবি হলো, লখনউয়ের একটি প্রসিদ্ধ পোশাকের দোকান হতে বেশ দাম দিয়েই কেনা হয়েছে লেহেঙ্গাটি। তবে সে কথা বিশ্বাস করেননি কনে। পছন্দ অনুযায়ী লেহেঙ্গা কিনে নিলে টাকা দিয়ে দেওয়া হবে- হবু শ্বশুরবাড়ি থেকে সে কথাও বলা হয়েছিলো। তারপরও মন গলেনি পাত্রীর। শেষ পর্যন্ত বিয়ে করবেন না বলে সিদ্ধান্ত জানিয়ে দেন পাত্র পক্ষকে! তথ্যসূত্র : আনন্দবাজার পত্রিকা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।