দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং আইসিটি বিভাগের এটুআই (অ্যাস্পায়ার টু ইনোভেট)-এর যৌথ উদ্যোগে ‘লেটার বিল্ডার ইনোভেশন চ্যালেঞ্জ ২০২২’ শীর্ষক একটি ইনফরমেশন সেশন- এর আয়োজন করে।
দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের জাতীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং আইসিটি বিভাগের এটুআই (অ্যাস্পায়ার টু ইনোভেট)-এর যৌথ উদ্যোগে ‘লেটার বিল্ডার ইনোভেশন চ্যালেঞ্জ ২০২২’ শীর্ষক একটি ইনফরমেশন সেশন- এর আয়োজন করে।
২৪ নভেম্বর, ২০২২ বৃহস্পতিবার দুপুরে বেসিস অডিটোরিয়ামে, ঢাকাতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রস্তাবিত লেটার-বিল্ডার সলুউশনের মাধ্যমে মন্ত্রণালয়/বিভাগের জন্য প্রয়োজন ও অফিসিয়াল চাহিদা অনুযায়ী যে কোনো কাস্টম টেমপ্লেট তৈরি করার সুবিধা থাকবে। এই তৈরি করা টেমপ্লেটগুলো অন্যান্য অফিস ব্যবহার করতে পারে। এটি সরকারী অফিস ও অন্যান্য সংস্থার সঙ্গে অফিসিয়াল কাজ ও যোগাযোগ প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে।
বেসিস-এর বিভিন্ন সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বেসিস পরিচালক এ কে এম আহমেদুল ইসলাম বাবু, এটুআই-এর ইনোভেশন ফান্ডের প্রধান নাঈম আশরাফী, এটুআই-এর ন্যাশনাল কনসালটেন্ট মোহাম্মদ রাশেদ মোশারফসহ আরও অনেকেই। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।