দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হিজাববিহীন এক নারীকে ব্যাংকিং পরিষেবা দেওয়ার ‘অপরাধে’ ইরানের এক ব্যাংক ম্যানেজারকে চাকরি হতে ছাঁটাই করা হয়েছে। গতকাল (রবিবার) দেশটির স্থানীয় সংবাদমাধ্যম এই তথ্য দিয়েছে। খবর এনডিটিভি’র।
৮০ মিলিয়নেরও বেশি জনসংখ্যার দেশটিতে নারীদের তাদের মাথা, ঘাড় ও চুল ঢেকে রাখা বাধ্যতামূলক। দেশটির নৈতিক পুলিশ এই আইন প্রয়োগ করেছে ও এর দেখভালও করছে।
ইরানের মেহর নিউজ় এজেন্সির প্রতিবেদন অনুযায়ী জানা যায়, রাজধানী তেহরানের অদূরে কোওম প্রদেশের একটি ব্যাংকে বৃহস্পতিবার হিজাব ছাড়া ঢুকেছিলেন ওই গ্রাহক। তাকে পরিষেবা দিয়েছিলেন ওই ব্যাংকের ম্যানেজার। তারপরেই গভর্নরের নির্দেশ মোতাবেক ওই ব্যাংক ম্যানেজারকে তার পদ হতে সরিয়ে দেওয়া হয়।
কোওম প্রদেশের গর্ভনর আহমেদ হাজিজাদের নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তাকে উদ্ধৃত করে জানায় ওই সংবাদ সংস্থাটি। প্রশাসনের দাবি হলো, সামাজিক যোগাযোগমাধ্যমে ওই হিজাবহীন নারীর ছবি ঘিরে বিরূপ প্রতিক্রিয়া হয়।
ইরানের অধিকাংশ ব্যাংকই হলো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন। হাজিজাদে বলেন, এমন প্রতিষ্ঠানে হিজাব আইন বাস্তবায়ন করা ম্যানেজারেরই দায়িত্ব।
গত ১৩ সেপ্টেম্বর ঠিকমত হিজাব না পরার অভিযোগে দেশটির নৈতিক পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন মাসা আমিনি (২২) নামে এক নারী।
এর ৩ দিন পর পুলিশি হেফাজতে মারা যায় মাসা আমিনি। এর জেরে দেশটিতে তুমুল বিক্ষোভ শুরু হয়ে যায়। টানা দুই মাসের বেশি সময় ধরে চলছে সেই বিক্ষোভ। দেশটির নিরাপত্তা বাহিনীর তাণ্ডবে এ পর্যন্ত ৩ শতাধিক বিক্ষোভকারীর নিহত হওয়ার খবর পাওয়া যায়। এর মধ্যেই দেশটিতে এমন ঘটনা ঘটলো।
উল্লেখ্য, এ বছরের জুলাই থেকে ইরানের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হিজাব পরা বাধ্যতামূলক বলে নির্দেশ দেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।